টক ঝাল মিষ্টি পনির ( tok jhal mishti paneer recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#ebook2
টক মিষ্টি স্বাদের পনিরের একটি পদ যেটা রুটি ,লুচি , পরোটা বা পোলাও এর সাথে দারুন খেতে।

টক ঝাল মিষ্টি পনির ( tok jhal mishti paneer recipe in bengali)

#ebook2
টক মিষ্টি স্বাদের পনিরের একটি পদ যেটা রুটি ,লুচি , পরোটা বা পোলাও এর সাথে দারুন খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
8-9 জনের জন্য
  1. 400 গ্রামপনির
  2. 2 টা মাঝারি পেঁয়াজ বাটা
  3. 1 টেবিল চামচ আদার রস
  4. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  6. 1 টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. 1/2 চা চামচগরম মসলা
  8. 1 টাটমেটো
  9. 1 কাপধনে পাতা কুচি
  10. 4-5 কোয়ারসুন
  11. 4-5 টাকাঁচালঙ্কা
  12. 1 টুকরাদারচিনি
  13. 1 টাতেজপাতা
  14. 1 টাপাতি লেবুর রস
  15. 1/2 কাপতেল
  16. 2 চা চামচচিনি
  17. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পনির টুকরো করে নিয়েছি । ধনে পাতা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ও লেবুর রস দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি ।

  2. 2

    কড়াইতে তেল গরম করে পনির রের টুকরো গুলো হাল্কা ভেঁজে নিয়েছি। বাকি তেলে তেজপাতা ও দারুচিনি র টুকরো দিয়েছি।একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা ও আদার রস দিয়েছি । এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি।

  3. 3

    এবার ধনেপাতার পেস্ট দিয়ে ছি । গরম মশলার গুঁড়ো, চিনি ও স্বাদ মতো নুন দিয়ে আরো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি । তেল ছেড়ে এলে 1 কাপ গরম জল দিয়েছি । পনিরের টুকরো গুলো দিয়ে 2 -3 মিনিট রান্না করেছি। হয়ে এলে কিছু ক্ষণ ঢাকা দিয়ে রেখেছি।

  4. 4

    হয়েগেল টক ঝাল পনিরের তরকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes