রঙিন ঠান্ডাই (Rangin Thandai recipe in bengali)

Mousumi Karmakar
Mousumi Karmakar @mou_25_cookpadbengal
Serampore, Hooghly District

#দোলের
(পান ঠান্ডাই, বীটরুট ঠান্ডাই, ম্যাংগো ঠান্ডাই )

ঠান্ডাই তো সবাই করে কিন্তু আমার মাথায় একটু উল্টো পাল্টা বুদ্ধি ঘোরে তাই ভাবলাম ঠান্ডাই যদি দোলের রঙের মতো রঙিন হয় তবে কেমন হবে 😍

এটিতে কোনো ফুড কালার ব্যাবহার করা হয় নি, একদম ন্যাচারাল ফ্লেভার ও কালার, তাই এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ।

রঙিন ঠান্ডাই (Rangin Thandai recipe in bengali)

#দোলের
(পান ঠান্ডাই, বীটরুট ঠান্ডাই, ম্যাংগো ঠান্ডাই )

ঠান্ডাই তো সবাই করে কিন্তু আমার মাথায় একটু উল্টো পাল্টা বুদ্ধি ঘোরে তাই ভাবলাম ঠান্ডাই যদি দোলের রঙের মতো রঙিন হয় তবে কেমন হবে 😍

এটিতে কোনো ফুড কালার ব্যাবহার করা হয় নি, একদম ন্যাচারাল ফ্লেভার ও কালার, তাই এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ২-৩ টি মিঠা পান পাতা
  2. ১ কাপ বীটের রস
  3. ১ কাপ পাকা আমের রস
  4. ৭৫০ মিলিদুধ
  5. ২০০ মিলিকন্ডেন্সড মিল্ক
  6. ১/৪ কাপকাজুবাদাম
  7. ১ /৪ কাপআমন্ড বাদাম
  8. ১ /৪ কাপচারমগজ
  9. ২ টেবিল চামচপোস্ত
  10. ২ টেবিল চামচমৌরি
  11. ১/২ চা চামচগোলমরিচ
  12. ১/২ চা চামচ গোলাপ জল
  13. ১ চিমটকেশর
  14. ২- ৩ টেএলাচ
  15. ২ টোদারচিনি
  16. পরিমান মতসাজানোর জন্য একটু পানের কুচি, বিটের টুকরো, আমের টুকরো,
  17. পরিমাণ মতোসিলভার বল অল্প

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে কাজুবাদাম, আমন্ড বাদাম, চারমগজ, পোস্ত, মৌরি, গোলমরিচ মিক্সিতে গুড়ো করে নিতে হবে। এলাচ এবং দারচিনি আলাদা গুড়ো করে পাওডার বানিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার গ্যাসে ১ কাপ দুধ বাসিয়ে একটু ফুটিয়ে তাতে বানিয়ে রাখা গুড়ো দিয়ে আর এলাচ - দারচিনির গুঁড়ো, কেশর দিয়ে ঘন হওয়া পর্যন্ত জাল দিয়ে একটি মিশ্রন বানাতে হবে।

  3. 3

    তারপর ওই মিশ্রনটি ঠান্ডা হলে ব্লেন্ডারে দুধ ওই মিশ্রন, গোলাপ জল, কন্ডেন্স মিল্ক দিয়ে ব্লেন্ড করে ৩টি গ্লাসে ঢেলে অল্প বরফ দিয়ে তারপর একটিতে পানের রস, আরেকটিতে সিদ্ধ করে রাখা বীটের রস, এবং

  4. 4

    শেষ গ্লাসে আমের রস মিশিয়ে অপরে কাজু, সিলভার বল,পান,আম,বীটের কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেসন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Karmakar
Mousumi Karmakar @mou_25_cookpadbengal
Serampore, Hooghly District
আমার ছোট থেকে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু কিছু নতুন ধরনের রান্না করতে বেশ ভালো লাগে। আমি চেষ্টা করি, খুব সহজ ভাবে রান্না করতে তাহলে সবাই সেটা শিখতে পারবে। আর বাড়িতে তৈরি যে কোনো খাবার খুব স্বাস্থকর হয় তাই আমি বাড়িতে নতুন নতুন রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াই। ❤️ 😊⚘❤
আরও পড়ুন

Similar Recipes