সিঙ্গারা (Singara recipe in bengali)

Tripti Malakar
Tripti Malakar @cookwithtripti
Kutch, Gujarat

#streetology
ছোট থেকে বড় সবার খুব প্রিয় একটি স্ট্রীট ফুড রেসিপি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ঘণ্টা৩০মিনিট
৩-৪ জন
  1. ৪-৫ টাআলু
  2. ১/৪ কাপ সিদ্ধ কড়াইশুঁটি
  3. ২ টেবিল চামচ আদা বাটা
  4. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  5. ১ টালেবু
  6. ১/২ টেবিল চামচকরে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গরম মশলার গুঁড়ো
  7. ৭-৯ টি মেথিদানা
  8. ১/২ টেবিল চামচ মৌরি
  9. ১ টেবিল চামচপাঁচফোড়ন
  10. ২ টি শুকনো লঙ্কা
  11. ৫-৭ টেবিল চামচ ধনেপাতা পুদিনা পাতা
  12. ১ ১/২ কাপ ময়দা
  13. ১/৩ টেবিল চামচ আজোয়ান
  14. স্বাদ মতনুন
  15. প্রয়োজন মতো ভাজার জন্য তেল
  16. ৪-৫ টেবিল চামচ ময়ান জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা৩০মিনিট
  1. 1

    একটি পাত্রে ময়দা, একটু বেশি তেল, নুন, জোয়ান দিয়ে ভালো করে মিশিয়ে একটু শক্ত বউ বানিয়ে নিতে হবে।

  2. 2

    একটি কড়াইয়ে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা নেড়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটি হবে ভাজা মসলা।

  3. 3

    একটি কড়াইয়ে আচ্ছা মুশকিল গরম করে তাতে মেথি মৌরি ফোড়ন দিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়া গরম মসলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে।

  4. 4

    একটি পাত্রে আলু সেদ্ধ চটকে নিতে হবে তারপর তাতে কড়াইয়ের মিশ্রণটি সেদ্ধ কড়াইশুঁটি ধনেপাতা পুদিনা পাতা লেবুর রস ভাজা মশলা দিয়ে মেখে নিতে হবে।

  5. 5

    এবার ছোট গুলা আটা নিয়ে লম্বা করে বেলে নিতে হবে। তারপর মাঝখান থেকে কেটে কোন আকারে হাতে বানিয়ে নিয়ে তাতে আলুর পুর টা ভরে মুখটি বন্ধ করে দিতে হবে সামান্য জলের সাহায্যে।

  6. 6

    একটি কড়াইয়ে ডুবো তেলে খুব অল্প আছে লালচে করে সিঙ্গারা করে নিতে হবে।

  7. 7

    গরম গরম তেঁতুলের চাটনি ও ধনেপাতা চাটনি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ভাজা সাথে পরিবেশন করুন।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Tripti Malakar
Tripti Malakar @cookwithtripti
Kutch, Gujarat
My world is in my kitchen...the place which makes me the happiest person.
আরও পড়ুন

Similar Recipes