কাঁচা আমের পুরভরা করলাভাজা (Stuffed karela with kancha aam recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ম‍্যাঙ্গোম‍্যানিয়া
এটা সাধারণত শরীর খারাপ বা খেতে ইচ্ছে করছে না এইসময় দারুন লাগে, গরম ভাতের সঙ্গে ।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪জন
  1. ৬টি মাঝারি মাপের করলা
  2. ৪চা চামচ কাঁচা আম কুরিয়ে নেওয়া।
  3. ১ কাপপুরের জন্য --- নারকোল কোরা
  4. ২চা চামচ সর্ষে বাটা
  5. ১চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২চা চামচ চিনি
  8. ১চা চামচসর্ষের তেল
  9. পরিমান মতোফোড়ন মৌরি, মেথি, স‍র্ষে
  10. ১কাপব‍্যাটার বানাতে ---- চাল ও ব‍্যাসনের গুড়ো।
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. ১/২চা চামচ কালোজিরে
  13. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  14. ১চা চামচরোস্টেড জিরে গুঁড়ো
  15. প্রয়োজন মতজল
  16. পরিমাণ মতো ভাজার জন্যে সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে করলা ধুয়ে বোটা ও মুখের দিক কেটে গা স্কুপি দিয়ে ছেচে পরিষ্কার করতে হবে।মাঝখানে কেটে ভেতরের বীজ বার করে নিতে হবে।

  2. 2

    এবার গ‍্যাসে জল বসিয়ে নুন দিয়ে করলা গুলো সেদ্ধ করে নিতে হবে।তারপর জল ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  3. 3

    এবার পুরের উপকরন গুছিয়ে নেবো

  4. 4

    কড়াইয়ে তেল গরম হলে উপরোক্ত ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে নারকোল দিয়ে একটু ভেজে নিয়ে আম,নুন চিনি দিয়ে কযিয়ে নিয়েসর্ষে ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেপুর করে নেবো।এবার ঠান্ডা করে নিতে হবে।

  5. 5

    এবার উচ্ছে গুলোর মধ্যে আম,নারকোল পুর ভরে নেবো।

  6. 6

    এবার একটি ব‍্যাটার তৈরি করে নেবো।ব‍্যাসন,চালের গুড়ো, নুন,কালোজিরে, ভাজা জিরে গুড়ো, লঙ্কা গুড়ো ভালো করে মিশিয়ে ও অল্প জল মিশিয়ে ঘন ব‍্যাটার গুলে নেবো।

  7. 7

    এবার কড়াইয়ে বেশি করে তেল দিয়ে গরম করতে হবে।আচ কম থাকবে, এবার একটা করে করলা নিয়ে ব‍্যাটারে চুবিয়ে গরম তেলে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে।এই ভাবে সবকটি ভেজে নেবো।

  8. 8

    এবার চিলি সস,লেবু সহ করোলা সাজিয়ে পরিবেশনের জন্যে তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes