পটলের পুর (Potoler pur recipe in bengali)

Soujatya Sarkar
Soujatya Sarkar @cook_26734190

#পটলমাস্টার

গরম কালে রোজ রোজ আলু পটলের কারি বা আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে কারোর ই ভালো লাগে না। তাই সবার ছোট বড় সকলের জন্য নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি পটলের পুর।

পটলের পুর (Potoler pur recipe in bengali)

#পটলমাস্টার

গরম কালে রোজ রোজ আলু পটলের কারি বা আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে কারোর ই ভালো লাগে না। তাই সবার ছোট বড় সকলের জন্য নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি পটলের পুর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫-৬ টা পটল
  2. পুর বানানোর উপাদান
  3. ১/২ কাপ চিংড়ি
  4. ১ মুঠো বাদাম
  5. ১ টা বড় পেঁয়াজ
  6. ২ চা চামচ পোস্ত
  7. স্বাদ মতো নুন
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীসামান্য চিনি
  11. ব্যাটারের উপকরণ
  12. ১ কাপ বেসন
  13. স্বাদ মতো লবণ
  14. স্বাদ মতসামান্য চিনি
  15. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটল গুলোর খোসা অল্প অল্প ছাড়িয়ে নিতে হবে। তারপর পটলের আগা গুলো কেটে নিয়ে ভেতর থেকে বীজগুলো বার করে নিতে হবে। এবার একটি করাইতে একটু তেল গরম করে নিয়ে পটল গুলো অল্প ভেজে নিতে হবে।

  2. 2

    এবার পেঁয়াজ টা কুচি করে নিতে হবে। তারপর চিংড়ি মাছ গুলোর মাথা ও লেজ গুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন বাদাম, পোস্ত এবং বের করে রাখা পটলের বীজ গুলো বেটে নিতে হবে। এবার একটি করাইতে তেল গরম করে নিয়ে তাতে বেটে রাখা মসলাটা, চিংড়ি মাছটা এবং কুচি করে রাখা পেঁয়াজ টা তেলে দিয়ে খানিকক্ষন নাড়া চারা করার পর নুন, চিনি, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে একটি মন্ড তৈরি করে নিতে হবে

  3. 3

    এবার বানিয়ে রাখা পুরটা পটলএর মধ্যে চামচের সাহায্যে ভরে দিতে হবে।

  4. 4

    তারপর পুর ভরা পটল গুলোর গায়ে শুকনো বেসন লাগিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটি পাত্রে বেসন নিয়ে তাতে লবণ, একদম অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে (লক্ষ রাখতে হবে ব্যাটারটা যাতে বেশি পাতলা বা গাঢ় না হয়ে যায়)। তারপর একটি কড়াইতে তেল গরম করে নিতে হবে। এবার পটলগুলোকে সেই ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। পটল গুলোর দুপিঠ লাল হয়ে উঠলেই তৈরি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soujatya Sarkar
Soujatya Sarkar @cook_26734190

Similar Recipes