চিলি চিকেন (chili chikn recipe in bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

চিলি চিকেন (chili chikn recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০ গ্রাম চিকেন
  2. ১ চা চামচ আদা+ রসুন বাটা
  3. ১ টা ডিম
  4. ৩ চা চামচ কণফ্লাওয়ার
  5. ২ চা চামচময়দা
  6. ১ চা চামচ সয়াসস
  7. গ্রেভির জন্য 👇👇
  8. ১ টা পেঁয়াজ কিউব করে কাটা
  9. ১/২ ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  10. ১ চা চামচ রসুন কুচি
  11. ২ -৩ চা চামচটমেটো সস
  12. ১ চা চামচ সয়াসস
  13. ১ চা চামচ চিলি সস
  14. ২ টো কাঁচা লঙ্কা
  15. স্বাদমতোনুন
  16. ১ চা চামচ কর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ভালো ভাবে ধুয়ে ওর মধ্যে নুন, আদা রসুন বাটা, ডিম,ময়দা, কনফ্লাওয়ার,সয়াসস সব দিয়ে মাখিয়ে ২০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব।

  2. 2

    এরপর পকোড়ার আকারে ভেজে নেব।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম হলে রসুন কুচি দিয়ে দেব।নেড়েচেড়ে পেয়াজ,ক্যাপ্সিকাম দিয়ে হালকা ভাজব। চেরা কাচালংকা দেব। ভাজা হলে সব সস গুলো একজায়গায় মিশিয়ে দিয়ে দেব। কনফ্লাওয়ার গোলা জল দিয়ে ভালো ভাবে মিশিয়ে নেব।

  4. 4

    এবার ভেজে রাখা পকোড়া গুলো মিশিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। ৫ মিনিট পর প্রয়োজন মতো গ্রেভি রাখলেই রেডি চিলি চিকেন। আমি এখানে ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes