মুড়ি ঘণ্ট (muri ghonto recipe in Bengali)

Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

মুড়ি ঘণ্ট (muri ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 2 কাপগোবিন্দ ভোগ চাল
  2. 1 টিকাতলা/ রুই মাছের মাথা
  3. 1 টিপেঁয়াজ কুচি
  4. 1 টিপেঁয়াজ বাটা
  5. 1 টিটমেটো পেস্ট
  6. 1" +1 চা চামচআদা ও জিরে বাটা
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. 2 টিগোটা শুকনো লঙ্কা
  10. 2 টিকাঁচা লঙ্কা
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1 চা চামচঘি
  13. 1/2 কাপ সর্ষে তেল
  14. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    মাছের মাথা ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখুন ।

  2. 2

    গোবিন্দ ভোগ চাল ভালকরে ধুয়ে জল ঝরিয়ে অল্প নুন মাখিয়ে রাখুন ।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে মাথা ভেজে তুলে রাখুন ।

  4. 4

    ঐ তেলে (প্রয়োজন পরলে আরও তেল দেওয়া যাবে) গোটা জিরে শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি ফোরন দিয়ে ভালো গন্ধ বের হলে বাটা মশলা (পেঁয়াজ ও আদাজিরে) টমেটো পেস্ট শুকনো লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন ।

  5. 5

    গোবিন্দ ভোগ চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে

  6. 6

    এবার গোবিন্দ ভোগ চাল দিয়ে কিছুক্ষণ রান্না করে পরিমাণমতো মতো নুন হলুদ দিয়ে 4 কাপ জল (যে কাপে চাল নিয়েছিলাম)দিয়ে ভেজে রাখা মাছের মাথা ছোট টুকরো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে

  7. 7

    ঢাকা খুলে চাল সিদ্ধ হয়ে গেল ঘী গরম মশলা ও গোটা কাঁচালঙ্কা (স্বাদ মতো)চিরে দিন আর নামিয়ে পরিবেশন করুন মুড়ি ঘণ্ট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

Similar Recipes