ডালপুরি(Dal Puri recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

ডালপুরি(Dal Puri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 3 কাপময়দা
  2. 1 কাপছোলার ডাল
  3. 1 চা চামচধনে
  4. 1 চা চামচজিরা
  5. 1/2 চা চামচমৌরি
  6. 2 টোশুকনো লঙ্কা
  7. 2 টোছোট এলাচ
  8. 2 টোলবঙ্গ
  9. 1/2 চা চামচহিং
  10. 1 চা চামচকালো জিরা
  11. 3 টেকাঁচা লঙ্কা
  12. 1" আদার টুকরো
  13. স্বাদ মতনুন ও চিনি
  14. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছোলার ডাল ধুয়ে 2-3ঘন্টা রেখে জল ঝরিয়ে শুকনো করে নিন

  2. 2

    এবারে শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে এলাচ ও লবঙ্গ দিয়ে দিন

  3. 3

    এবারে গোটা জিরা ধনে ও মৌরি দিয়ে ‌নেড়ে নামিয়ে নিন এবং ঠাণ্ডা করে গুঁড়ো করে নিন

  4. 4

    ঐ কড়াই এ তেল/ঘি গরম করে তাতে কালো জিরাও হিং দিয়ে নেড়ে আদা ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে ভাজুন

  5. 5

    ছোলার ডাল বেটে দিয়ে দিন এবং নুন ও চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন

  6. 6

    ময়দা নুন তেল দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে 15মিনিট রেখে দিন

  7. 7

    ময়দা থেকে লেচি কেটে নিন এবং ছোট ছোট বল বানিয়ে নিন, এবার মাঝখান এ পুর ভরে ভাজ করে নিন

  8. 8

    লুচি আকারে বেলে নিন এবং ভাল করে ভাজুন, পরিবেশন করুন গরম গরম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty

Similar Recipes