চিকেনের ঝোল(chicken er jhol recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

চিকেনের ঝোল(chicken er jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ৪০০ গ্রাম চিকেন
  2. ৩ টে আলু দুই টুকরো করে কাটা
  3. ৩-৪টা পেঁয়াজ কুঁচি
  4. ৫-৬টা রসুনের কোয়া বাটা
  5. ১/২ চা চামচ আদাবাটা
  6. স্বাদ মতলবণ
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ মতকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  9. ১/২ চা চামচগোটা জিরা
  10. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  11. ১ চা চামচ জিরা গুঁড়ো
  12. ১টা গোটা রসুন
  13. ১/২ চা চামচগরম মশলার গুঁড়ো
  14. ১ টুকরোদারুচিনি
  15. ১ টা এলাচ
  16. ৩টা কাঁচা লঙ্কা চেরা
  17. ১টা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এরপর পেঁয়াজ কুঁচি, রসুনবাটা,আদাবাটা,গোটা রসুন, জিরার গুড়ো, চেরা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুড়ো, লবণ,হলুদ,সরষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ১০মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  3. 3

    এবার প্রেসার কুকারে তেল দিয়ে তেল গরম হলে আলু গুলোতে লবণ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।(পুরো রান্নাটা আমি প্রেসার কুকারে করেছি।)

  4. 4

    এবার তেলে তেজপাতা, শুকনো লঙ্কা,গোটা জিরা, দারুচিনি, এলাচ ফোরন দিয়ে মাখানো মাংসটা তেলে ছেড়ে দিতে হবে।

  5. 5

    মাংসটা মিডিয়াম আচেঁ তেল ছেড়ে আসা পর্যন্ত ঢেকে দিতে হবে ৫/৭মিনিটের জন্য।

  6. 6

    ৫/৭মিনিট পরে তেল ছেড়ে আসলে ১/২কাপ গরম জল আর ভাজা আলুটা দিয়ে আবার কষাতে হবে ১০মিনিট।

  7. 7

    ১০মিনিট পরে গরমশলার গুড়ো আর১/২কাপের একটু বেশী জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনি আটকে দিয়ে ৪/৫টা হুইসেল দিলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে।প্রেসার কুকারে গ্যাসটা বেরনের অপেক্ষা করতে হবে।

  8. 8

    প্রেসার কুকারের গ্যাসটা বেরোলে গরম ভাতের সাথে পরিবেশন করুন "চিকেনের ঝোল"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

Similar Recipes