বাহারি কুমড়ো (Bahari kumro recipe in bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1টেবিল চামচ মাখন
  2. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  3. 2টোকাঁচা লঙ্কা কুচি করা
  4. 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা
  5. 1 চা চামচরসুন কুচি
  6. স্বাদমতোনুন
  7. 1/2 চা চামচচিনি
  8. 1 টি ডিম
  9. 1টি টমেটো কুচি করা
  10. 1 চা চামচভাজা জিরেগুঁড়ো
  11. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1 বাটিসেদ্ধ কুমড়ো (পেস্ট করা)
  13. 1টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  14. 1 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    কড়াইতে পরিমান মত সাদা তেল ও মাখন দিন ।এবার পেঁয়াজ কুচি,রসুন কুচি,কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচি দিন ও পেস্ট করা কুমড়ো দিয়ে দিন।

  2. 2

    এবার ভাল করে মিশিয়ে নিন ও পরিমাণমতো নুন, স্বাদ অনুযায়ী চিনি ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এবার কড়াই এর মাঝখানে জায়গা করে 1 চা চামচ মাখন দিয়ে একটা ডিম, নুন দিয়ে ফেটিয়ে ঢেলে দিন ও নাড়াচাড়া করে ঝুরো হয়ে এলে কুমড়োর সাথে মিশিয়ে নিন।

  3. 3

    এবার কুচি করে রাখা ক্যাপ্সিকাম দিয়ে দিন । ভাজা জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে আরো 1 চা চামচ মাখন দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাহারি কুমড়ো। রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes