লেমন পেপার চিকেন

Taniya Roy
Taniya Roy @cook_30546714

এখন এই লক ডাউন এর সময় খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হবে এই রেসিপি আর খুব হেলদি ও
#চিকেন #maitri

লেমন পেপার চিকেন

এখন এই লক ডাউন এর সময় খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হবে এই রেসিপি আর খুব হেলদি ও
#চিকেন #maitri

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৩ জনের জন্য
  1. ৫০০গ্রামচিকেন
  2. স্বাদমতোগোটা গোলমরিচ / গোলমরিচ গুঁড়া
  3. স্বাদমতোনুন
  4. ১ টিপাতিলেবুর রস
  5. ১ চা চামচআদা রসুন বাটা
  6. ১ টা পেঁয়াজ (অপশনাল নাও দিতে পারো)
  7. ১ চা চামচ গোটা ধনে(না দিলেও হবে)
  8. ১ চা চামচ গোটা জিরে(না দিলেও হবে)
  9. ১/২ চা চামচগোটা গরম মশলা
  10. প্রয়োজন মতএকটু মাখন
  11. প্রয়োজন মতধনে পাতা/ কারি পাতা
  12. পরিমাণ মতোসাদা তেল
  13. ৪ চা চামচটক দই

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন,২ চামচ দই,গোলমরিচের গুড়া আর লেবুর রস দিয়ে মেখে ১ ঘন্টা রাখতে হবে

  2. 2

    এবার কড়ায় শুকনো খোলায় গোটা গোলমরিচ,গোটা ধনে আর জিরে ভেজে মিক্সিতে গুরো করে রাখতে হবে,চাইলে এমনি গোলমরিচের গুড়া ও ব্যাবহার করা যেতে পারে।কড়ায় সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফড়ন দিয়ে চিকেন পিস গুলো ভাজতে হবে একপিট ৫ মিনিট ভেজে আবার অন্য পিট ভাজতে হবে উল্টিয়ে।

  3. 3

    এবার ম্যারিনেট করার দই টা দিয়ে নেড়ে পরিমাণ মত নুন,শুকনো খোলায় তৈরি করা মশলা টা থেকে দু চামচ দিয়ে হবে অথবা দু চামচ গোলমরিচগুঁড়ো দিয়ে মেশাতে হবে।এরপর বাকি দু চামচ দই দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে কমিয়ে পাঁচ মিনিট কষিয়ে একটু সামান্ন জল দিয়ে ফুটিয়ে একটু মাখন,ধনে পাতা কুচি আর কারিপাতা(না দিলেও হবে) দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে সুন্দর সাজিয়ে পরিবেশন করতে হবে।
    খুব সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Taniya Roy
Taniya Roy @cook_30546714

Similar Recipes