গুলাব জামুন (Gulab jamun recipe in Bengali)

SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata

#ebook06
#week4
এই রেসিপি আমি গুঁড়ো দুধ দিয়ে গুলাব জামুন বানিয়েছি . খেতে অসাধারণ হয়েছিল.

গুলাব জামুন (Gulab jamun recipe in Bengali)

#ebook06
#week4
এই রেসিপি আমি গুঁড়ো দুধ দিয়ে গুলাব জামুন বানিয়েছি . খেতে অসাধারণ হয়েছিল.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
6 সারভিংস
  1. চিনির সিরাপ
  2. 2 কাপচিনি
  3. 3-4 কাপজল
  4. মন্ড
  5. 2 কাপগুঁড়ো দুধ
  6. 2টেবিল চামচ বাটার
  7. 1 চা চামচবেকিং পাউডার
  8. 3টেবিল চামচ ময়দা
  9. 3টেবিল চামচ সুজি
  10. 4-5টেবিল চামচ দুধ
  11. প্রয়োজন মতভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    একটি পাত্রে গুঁড়ো দুধ ও বাটার হালকা হাতে মিশিয়ে নেব.

  2. 2

    এরপর একে একে বেকিং পাউডার, ময়দা ও সুজি দিয়ে আবার হালকা হাতে মিশিয়ে নেব.

  3. 3

    এরপর অল্প অল্প করে দুধ দেব ঐ মিশ্রণে ও একটি নরম মন্ড তৈরী করে নেব. (এই সময় হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন অথবা গ্লাভস্ ব্যবহার করতে পারেন)

  4. 4

    এখন ঐ মন্ড থেকে ছোট ছোট বল আকারে কেটে নিতে হবে । বলগুলো যেন সমান হয় ফাটল না থাকে ।

  5. 5

    এরপর কড়াইতে তেল হালকা গরম হয়ে এলেই বলগুলো ছেড়ে দেব. কম আচেই ভেজে অন্য পাত্রে রাখব ।

  6. 6

    অন্য একটি সসপ্যানে চিনি ও জল ফুটতে দেব. চিনি পুরোপুরিভাবে মিশে গেলে জল ফুটলে ভেজে রাখা বলগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে ঢেকে রেখে দেব 2-3 ঘন্টা।

  7. 7

    ব্যস গুলাব জামুন তৈরী.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata
I love making bengali food. I love to cook ; it give me happiness & peace...
আরও পড়ুন

Similar Recipes