কুমড়োর ছক্কা(Kumror chakka recipe in Bengali)

Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

কুমড়োর ছক্কা(Kumror chakka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামকুমড়ো
  2. 250 গ্রামপটল
  3. 250 গ্রামআলু
  4. 50 গ্রামছোলা মশলা
  5. 2টেবিল চামচ ডুমো ডুমো করে কাটা নারকেল টুকরো
  6. 1টেবিল চামচ জিরের গুঁড়ো
  7. 1টেবিল চামচ ধনের গুঁড়ো
  8. 1চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  10. 1 চা চামচআদা বাটা
  11. 1/2 চা চামচ গোটা জিরে
  12. 2 টা শুকনো লঙ্কা
  13. 3/4তেজপাতা
  14. 2টেবিল চামচ সরষের তেল
  15. 1টেবিল চামচ ঘি
  16. 1 চা চামচভাজা মশলা গুঁড়ো
  17. স্বাদ অনুযায়ীলবণ
  18. 1 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু পটল কুমড়ো তিনটে সবজি ডুমো ডুমো করে কেটে আলাদা করে ধুয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে প্রত্যেকটি সবজি ভালোভাবে ভেজে তুলতে হবে।

  3. 3

    ওই তেলের মধ্যে এবার তেজপাতা, জিরে,শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে।* গরম হলে একে একে গুলে রাখা ধনে, জীরে, হলুদ, লংকা,আদা বাটা ছাড়তে হবে। মসলা গুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে। মসলা করা হয়ে গেলে এবার তার মধ্যে ভেজে রাখা সবজি এবং ভেজানো ছোলা ও কেটে রাখা নারকেল দিয়ে একটু গরম জল দিয়ে স্বাদমতো নুন ও 1 চা চামচ চিনি দিয়ে কষাতে হবে।

  4. 4

    কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে সবজি গুলো ফুটতে দিতে হবে যাতে করে আলু পটল এবং কুমড়ো গুলো সেদ্ধ হবে কিন্তু সবজিগুলো আস্ত আস্ত থাকবে অতিরিক্ত গলে গেলে হবে না। ঝোল ঘন হয়ে গামাখা ভাব হলে ঘী এবং ভাজা মশলা ছড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

মন্তব্যগুলি

Similar Recipes