ওটস ব্রাউনি (Oats brownie recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

ওটস ব্রাউনি (Oats brownie recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১/২ কাপ ওটস
  2. ১/২ কাপ শুকনো খেজুর
  3. ১ টেবিল চামচ আখের গুড়
  4. ১/৩ কাপ দুধ
  5. ৩/৪ চা চামচ বেকিং পাউডার
  6. ১ চিমটি লবণ
  7. ১ টেবিল চামচ তেল
  8. ৮ টা ছোট ডার্ক চকোলেট কিউব
  9. ২ টেবিল চামচ কোকো পাউডার
  10. ১/২ কলা
  11. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  12. প্রয়োজন অনুযায়ী কাজুবাদাম

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ওটস ২০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। খেজুর জলে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট। ওটস জল ঝরিয়ে নিতে হবে। এবার ব্লেন্ডিং জারে ওটস, খেজুর,গুড়,কলা ২ টেবিল চামচ দুধ একসাথে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবার মিশ্রণটি (পেস্টটা)একটি বাটিতে ঢেলে তাতে লবণ, বেকিং পাউডার, কোকোয়া পাউডার,ভ্যানিলা এসেন্স,তেল ও বাকি দুধ দিয়ে মেশাতে হবে ভালো করে।

  3. 3

    কেকের বাটিতে তেল লাগিয়ে বাটার পেপার দিয়ে তাতে ব্রাউনির ব্যাটার অর্ধেক ঢেলে ৪ টে চকোলেট কিউব দিয়ে বাকি ব্যাটার ঢেলে ট্যাপ করে নিতে হবে। এবার ১৮০°© এ প্রি হিটেড ওভেনে ওই তাপমাত্রায় ৪৫ মিনিট বেক করে ১০ মিনিট পর ওভেন থেকে বের করে ঠান্ডা হলে ডিমোল্ড করতে হবে। বাকি চকোলেট ২ মিনিট হাই মাইক্রো করে ব্রাউনি রং উপর স্প্রেড করে উপরে কাজুবাদাম টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes