সর্ষে-পোস্ত ইলিশ (sorshe-posto ilish recipe in Bengali)

Trisha Majumder Ganguly
Trisha Majumder Ganguly @Trisha_1503
পাটনা

#ebook06
#week5
#সর্ষে ইলিশ
গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটি সুস্বাদু রেসিপি।।

সর্ষে-পোস্ত ইলিশ (sorshe-posto ilish recipe in Bengali)

#ebook06
#week5
#সর্ষে ইলিশ
গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটি সুস্বাদু রেসিপি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় সাপেক্ষ
৩ জনের জন্য
  1. ৪ টুকরো ইলিশ মাছ
  2. ২ টেবিল চামচ কালো সর্ষে
  3. ৩ টেবিল চামচ পোস্ত
  4. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ কালোজিরে
  6. ৩ টি গোটা অথবা চেরা কাঁচালঙ্কা
  7. ১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি
  8. স্বাদ মত নুন
  9. পরিমাণ মত সর্ষের তেল
  10. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

সময় সাপেক্ষ
  1. 1

    কড়াইতে শুকনো খোলায় পোস্ত দুই থেকে তিন মিনিট নেড়ে তারপর মিক্সারে পোস্ত, সর্ষে ও কাঁচালঙ্কা ও অল্প জল দিয়ে একটি পেস্ট তৈরী করে নিতে হবে,

  2. 2

    তারপর তাতে নুন ও হলুদের গুড়ো ও জল মিশিয়ে মাঝারি গাঢ় একটি মিশ্রণ বানিয়ে রেখে দিতে হবে,

  3. 3

    অপরদিকে কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা দিয়ে সামান্য নেড়ে তাতে সর্ষে বাটার মিশ্রণ দিয়ে দিতে হবে,

  4. 4

    মিশ্রণটি কিছুক্ষণ ফুটে উঠলে তারপর তাতে ভালো করে ধুয়ে রাখা কাঁচা ইলিশ মাছের টুকরো গুলো দিয়ে দিতে হবে,

  5. 5

    কিছুক্ষণ বাদে মিশ্রণটি মাখা মাখা হলে একটি পাত্রে আগে মাছের টুকরো দিয়ে তার ওপর থেকে মিশ্রণটি দিয়ে ওপর থেকে কাঁচা সরষের তেল ও কাঁচালঙ্কা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Trisha Majumder Ganguly
পাটনা
For me cooking is a therapeutic..Where I feel more alive than ever..
আরও পড়ুন

Similar Recipes