সোয়া মোমো (Soya momo recipe in Bengali)

Debasis Ghosh
Debasis Ghosh @Debasis

#পছন্দেররেসিপি #sunanda

সোয়া মোমো (Soya momo recipe in Bengali)

#পছন্দেররেসিপি #sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 ঘণ্টা
4 জন
  1. 1 কাপময়দা
  2. 1 চা চামচসাদা তেল
  3. স্বাদমতোনুন
  4. 200 গ্রামসয়াবিন
  5. 2 টাপিয়াঁজ কুচি
  6. 2 চা চামচআদা রসুন বাটা
  7. 2 চামচধনেপাতা কুচি
  8. 1 চা চামচলঙ্কা কুচি
  9. 2 চা চামচসয়াসস
  10. 1 চা চামচভিনিগার
  11. 1 চা চামচচাট মসলা
  12. পরিমাণ মতো ভাপানোর জন্য জল

রান্নার নির্দেশ সমূহ

2 ঘণ্টা
  1. 1

    প্রথমে ময়দা তে নুন র তেল দিয়ে মিশিয়ে অল অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। আর মাখা টা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

  2. 2

    এবার সোয়া বড়ি গুলো একটু জলে ফুটিয়ে নিতে হবে। তারপর জল থেকে তুলে একটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে।

  3. 3

    এবার সয়াবিন বাটা টা একটা বাটি তে নিয়ে তার সাথে নুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সয়াসস, ভিনিগার, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পিয়াঁজ পাতা কুচি সব একসাথে মেখে 30 মিনিট রেখে দিতে হবে।

  4. 4

    এই সময় এ ময়দা টা থেকে ছোট ছোট লেচি করে বেলে রাখতে হবে।

  5. 5

    একটা স্টীমার এ জল বসিয়ে গরম করতে দিতে হবে।

  6. 6

    এবার সোয়া মিশ্রণ ত থেকে অল্প অল্প নিয়ে ময়দার বেলে রাখা লেচির মধ্যে ভরে মোমো র আকারে গড়ে নিতে হবে।

  7. 7

    স্টীমার এর জল ফুটে উঠলে যেখানে মোমো রাখা হবে সেখানে ভালো করে তেল ব্রাশ করার পর মোমো গুলো সাজিয়ে ভাপাতে হবে 8 থেকে 10 মিনিট।

  8. 8

    মোমো র ওপরের ময়দার আবরণ টা স্বচ্ছ মতন হলে বুঝতে হবে মোমো তৈরি হয়ে গেছে।

  9. 9

    এবার গরম গরম মোমো পরিবেশন করুন টমেটো ও শুকনো লঙ্কা চাটনি দিয়ে। ওপরে অল্প চাট মসলা গুঁড়া ছড়িয়ে দেওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debasis Ghosh
Debasis Ghosh @Debasis

মন্তব্যগুলি

Similar Recipes