নিরামিষ ভেজিটেবল চপ (niramish vegetable chop recipe in Bengali)

Suparna Bhattacharya
Suparna Bhattacharya @suparna_cookpad27

#ebook06#week5
ঘরোয়া উপকরন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাই সন্ধ্যার এই জলখাবার

নিরামিষ ভেজিটেবল চপ (niramish vegetable chop recipe in Bengali)

#ebook06#week5
ঘরোয়া উপকরন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাই সন্ধ্যার এই জলখাবার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4জন
  1. 2টিগাজর,2টি বিট,1টি আলু সেদ্ধ
  2. 1ইঞ্চি আদা থেঁতো
  3. 4 টি কাঁচা লঙ্কা থেঁতো
  4. 1চা চামচপাঁচফোড়ন
  5. 2 টেবিল চামচভাজা মশলা (গোটা জিরা,গোটা ধনে,গোটা মৌরি,শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে ঠান্ডা হলে গুঁড়ো করে নেওয়া)
  6. স্বাদমতোনুন
  7. 1/2 চা চামচহলুদ
  8. স্বাদ অনুযায়ীবিট নুন
  9. পরিমান মতোবিস্কুট গুঁড়ো
  10. 2 চা চামচময়দা জলে গোলা
  11. প্রয়োজন মতোসাদা তেল
  12. পরিমাণ মতোঅল্প চিনে বাদাম
  13. পরিমাণমতোনারকোল কুচি অপশনাল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সেদ্ধ করে নেওয়া সবজি সব ভালো করে চটকে নিতে হবে.কড়াইতে সাদা তেল দিয়ে তাতে চিনে বাদাম আর নারকোল কুচি ভেজে তুলে নিতে হবে তারপর সেই তেলেই পাঁচ ফোড়ন আর থেঁতো করা আদা আর লঙ্কা দিয়ে ভেজে নিয়ে চটকানো সবজি দিতে হবে.এবার নুন হলুদ আর ভাজা মশলা দিন.ভালো করে নেড়ে ছেড়ে শুকনো তরকারি করে নিন তাতে আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম আর নারকোল কুচি মিশিয়ে দিন.

  2. 2

    তরকারি ঠান্ডা হয়ে গেলে গোল বা সিলেনডিকেল আকারে চপ গড়ে নিন.তারপর ময়দা গোলা জলে চপ ডুবিয়ে বিসকুট এর গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিন.

  3. 3

    প্রয়োজনমতো সাদা তেল গরম করে ডুবতেলে চপ ব্রাউন করে ভেজে নিন.হয়ে গেলে উপরে বিট নুন ছড়িয়ে সালাদ আর টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Bhattacharya
Suparna Bhattacharya @suparna_cookpad27

Similar Recipes