দই মুরগি(Doi murgi recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#ebook06
#week6
আমিএবারের মিস্ট্রি বক্স থেকে দই মুরগী বেছে নিলাম।এটি খুব সহজেই রান্না করা যায় আর খেতেও সুস্বাদু।ভাত বা রুটি দুয়ের সাথেই ভাল লাগে খেতে।

দই মুরগি(Doi murgi recipe in Bengali)

#ebook06
#week6
আমিএবারের মিস্ট্রি বক্স থেকে দই মুরগী বেছে নিলাম।এটি খুব সহজেই রান্না করা যায় আর খেতেও সুস্বাদু।ভাত বা রুটি দুয়ের সাথেই ভাল লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭০০ গ্রাম চিকেন
  2. ম্যরিনেসন:
  3. ১০০ গ্রাম দই
  4. ১ চা চামচ লেবুর রস
  5. ১চা চামচ আদা বাটা
  6. ১১/২ চা চামচ রসুন বাটা
  7. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. গ্রেভির জন্য
  12. ২ টোতেজপাতা
  13. ৪টে এলাচ
  14. ৪টে লবঙ্গ
  15. ১টুকরো দারচিনি
  16. ৩টে মাঝারি পেঁয়াজ
  17. ১ চা চামচ ধনে গুঁড়ো
  18. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  19. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  20. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  21. ১/৪চা চামচ জায়ফল গুঁড়ো
  22. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  23. ৫-৬ টীকাঁচালঙ্কা
  24. ৫-৬টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মুরগী ধুয়ে ম্যরিনেসনে র সব উপকরণ ডাল করে মাখিয়ে ২-৩ঘন্টা ফ্রিজে রাখতে হবে।

  2. 2

    এই সময় সব মশলা গুছিয়ে নেব।পেঁয়াজ কেটে ধুয়ে রাখব।

  3. 3

    এবার কড়াই য়ে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চিনি দিতে হবে।কম আঁচে ভাজতে হবে।পেঁয়াজে রঙ ধরলে ১২৫ ml জল দিয়ে ফুটিয়ে আঁচ কম করতে হবে।পেঁয়াজ নরম হলে ও ক্যরাম্যলাইজড হলে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে মশলা সহ ম্যরিনেটেড মুরগি দিতে হবে।

  4. 4

    হাই ফ্লেমে মিনিট ৫রান্না করে ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।মাঝে,মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।দই আর মাংসের জলেই মুরগী সেদ্ধ হয়ে যাবে। চাইলে এইসময় অল্প জল দেওয়া যেতে পারে।নুন,মিষ্টি চেক করে নিতে হবে।মুরগী সেদ্ধ হলে কাঁচালঙ্কা চেড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes