ইলিশ মাছের পাতুরী (illish macher paturi recipe in Bengali)

Ankita Dey
Ankita Dey @anki_1992

বাঙালির কাছে ইলিশ মাছ হল আবেগ ও ভালবাসা ৷ ইলিশ মাছ পছন্দ নয় এমন বাঙালি খুবই কম আছেন। আর যদি ইলিশ পাতুরী হয় তাহলে তো আর কোন কথাই নেই।

ইলিশ মাছের পাতুরী (illish macher paturi recipe in Bengali)

বাঙালির কাছে ইলিশ মাছ হল আবেগ ও ভালবাসা ৷ ইলিশ মাছ পছন্দ নয় এমন বাঙালি খুবই কম আছেন। আর যদি ইলিশ পাতুরী হয় তাহলে তো আর কোন কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
৫ জন
  1. ৫ টুকরো ইলিশ মাছ
  2. ১ কাপ টক দই
  3. ৩ টেবিল চামচ সাদা সর্ষে
  4. ৩ টেবিল চামচ কালো সর্ষে
  5. ১০ টা কাঁচা লঙ্কা
  6. ১কাপসর্ষের তেল
  7. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতলবণ
  9. প্রয়োজন মত কলাপাতা টুকরো প্রয়োজন মত সুতো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথেম ইলিশ মাছটিকে অল্প লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে৷

    এই সময় সাদা সরষে, কালো সরষে, পাঁচটি কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে মিক্সি তে বেটে নিতে হবে৷

  2. 2

    এবার ম্যারিনেট করা মাছগুলো ওই মশলার মিশ্রণ এবং ফেটানো টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে৷ এবার এটিকে কমপক্ষে 15 মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    কলা পাতা টুকরো করে গরম চালাতে সেকে নিতে হবে।
    এবার এই সেকে নেওয়া কলাপাতা একটা করে নিয়ে এক টুকরো মাছ, কিছুটা মশলা ও একটা করে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে সুতা দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে৷

  4. 4

    কড়াই গরম করে সরষের তেল ঢেলে গ্যাসের মিডিয়াম আগুনে পাতুরীর একপিট ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষন না পাতাটি রঙবাদামি হচ্ছে। এবার অন্য দিকে ও ভেজে নিতে হবে৷

  5. 5

    ব্যাস তাহলেই তৈরী হয়ে গেল গরম ভাতে পরিবেশন করার জন্য সুস্বাদু ইলিশ মাছের পাতুরি৷

    🌈সবাই Recipe টি Try করো আর জানিয় তোমাদের কেমন লাগলো।
    ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো নিজের বন্ধু ও পরিবার এর সাথে ধন্যবাদ।
    🍀অঙ্কিতা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ankita Dey
Ankita Dey @anki_1992

মন্তব্যগুলি

Similar Recipes