আমের মালপোয়া (Aamer malpoa recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

আমের মালপোয়া (Aamer malpoa recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 জন
  1. 1 কাপসুজি মিক্সিতে গুঁড়ো করা
  2. 1 কাপময়দা
  3. 2 টিপাকা আমের পাল্প (ছাল ছাড়ানো আম)
  4. 1/2 কাপখোয়া
  5. 3টেবিল চামচ গুঁড়ো দুধ
  6. স্বাদমতোচিনি
  7. 1 চা চামচগোটা পানমৌরি
  8. 5 চা চামচড্রাই ফ্রুটস কুচি
  9. পরিমাণ মত তেল ভাজার জন্য
  10. 1 কাপদুধ

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    সুজি গুঁড়ো করে একটি বড়ো পাত্রে ঢেলে, ময়দার সাথে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    আম ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে ৷

  3. 3

    এবার ঐ সুজি, ময়দার মধ্যে আমের পাল্প দিয়ে তার মধ্যে এক এক করে খোয়া, গুঁড়ো দুধ, চিনি, পানমৌরি, ড্রাই ফ্রুটস ও পরিমাণ মতো দুধ ঢালতে ঢালতে মাখতে হবে ৷ মাখা হলে ব্যাটার তৈরী হবে।

  4. 4

    ব্যাটার খুব ঘন অথবা খুব পাতলা হবে না, মাঝারি হবে।

  5. 5

    ব্যাটার আধঘণ্টা ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে ৷

  6. 6

    কড়াইয়ে তেল গরম করে তাতে এক হাতা করে ব্যাটার দিয়ে ডুবো তেলে এপিঠ ওপিঠ করে অল্প আঁচে ভেজে তুলে নিলেই তৈরী হয়ে যাবে খুব সুস্বাদু আমের মালপোয়া | এর পর উপরে ড্রাই ফ্রুটস ও আমের টুকরো দিয়ে সাজিয়ে ঠাকুরের কাছে প্রসাদ নিবেদন করতে হবে।
    জয় জগন্নাথ 🙏🙏

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes