সাম্বার ডাল(Sambar Dal recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ebook06
#week7
এবারের ছক থেকে আমি সাম্বার ডাল বেছে নিয়েছি. এটি সাউথের একটি খুব প্রিয় খাবার. যা দোসা, ইডলি উত্তাপাম, এগুলোর সাথে খাওয়া হয়.

সাম্বার ডাল(Sambar Dal recipe in Bengali)

#ebook06
#week7
এবারের ছক থেকে আমি সাম্বার ডাল বেছে নিয়েছি. এটি সাউথের একটি খুব প্রিয় খাবার. যা দোসা, ইডলি উত্তাপাম, এগুলোর সাথে খাওয়া হয়.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপঅড়হর ডাল
  2. 1 বাটিপছন্দমত সব্জী(লাউ, সজনে ডাঁটা, বেগুন, গাজর, কুমড়ো)
  3. 1 টিপেঁয়াজ কুচি
  4. 2টেবিল চামচ সাম্বার মশলা
  5. 1 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  6. 3 টেবিল চামচ চটকানো তেঁতুলের পাল্প
  7. স্বাদ মতলবণ
  8. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  10. 1টেবিল চামচ গুড়/ চিনি
  11. 1 টিটমেটো কুচি
  12. ফোঁড়নের উপকরণ
  13. 3 টেবিল চামচ তেল
  14. 1 চা চামচগোটা সর্ষে
  15. 1/2 চা চামচগোটা জিরা
  16. 2 টিগোটা শুকনো লঙ্কা
  17. 1/4 চা চামচগোটা মেথি
  18. 9-10 টিকারি পাতা
  19. 1 চিমটিহিং
  20. 1 চা চামচবিউলির ডাল
  21. 1/4 চা চামচছোলার ডাল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে 5 টি সিটি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা হলে একটি হাতার সাহায্যে ভালো করে ঘুটে নিতে হবে. এরপর ডালের মধ্যে 1 কাপ জল মিশিয়ে রেখে দিতে হবে. গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে হিং দিয়ে গোটা শুকনো লঙ্কা, ছোলার ডাল, বিউলির ডাল দিয়ে নেড়েচেড়ে গোটা সরষে,গোটা জিরা, গোটা মেথি, কারি পাতা দিয়ে দিতে হবে. ফোরণগুলো ফুটে উঠলে এরমধ্যে পেঁয়াজ দিয়ে দু মিনিটের মত ভাজতে হবে.

  2. 2

    এবার টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়তে হবে. এখন এরমধ্যে সবজিগুলো দিয়ে একে হলুদ,লবণ, কাঁচা লঙ্কা,শুকনো লঙ্কা গুঁড়ো, সাম্বার মসলা দিয়ে 4-5 মিনিট ভাজতে হবে. এবার 1 গ্লাসের মতো জল দিয়ে ঢাকা দিতে হবে. যখন সবজিগুলো আধা সেদ্ধ হবে তখন এরমধ্যে তেতুল, গুড় দিয়ে নেড়েচেড়ে ডাল দিতে হবে.

  3. 3

    যদি প্রয়োজন হয় তাহলে আরো হাফ কাপের মতো জল দিতে হবে. ঢাকা দিয়ে 10-12 মিনিটের মত মিডিয়াম আচে রান্না করে নামিয়ে নিতে হবে. ইচ্ছা হলে এই সময় ধনেপাতা ও দেয়া যেতে পারে. সাম্বার পাতলা বা ঘন নিজেদের পছন্দমতো অনুযায়ী রাখতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes