"কলসী সিঙ্গারা" (Kalsi singara recipe in Bengali)

Jayita Barman
Jayita Barman @cook_30218093

#আমারপ্রিয়রেসিপি
#HETT

"কলসী সিঙ্গারা" (Kalsi singara recipe in Bengali)

#আমারপ্রিয়রেসিপি
#HETT

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় - ৩৫ মিনিট
৫-৬জনের জন্য
  1. ৩ টেবিল চামচ তেল
  2. ১ চা চামচ গোটা জিরে
  3. ১চা চামচ গোলমরিচ
  4. ১ চা চামচ ধনে
  5. ২টি গোটা শুকনো লঙ্কা
  6. ৫টি মাঝারি সাইজের আলু সিদ্ধ
  7. ৫ - ৬চা চামচ কর্নফ্লাওয়ার
  8. ২চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ কাপ ময়দা
  10. প্রয়োজন মতবাদাম
  11. ২চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  12. ১ টি কর্নফ্লেকস (ছোট প্যাকেট)
  13. স্বাদ অনুযায়ীলবণ
  14. ৪ টি কাঁচা লঙ্কা
  15. স্বাদমতো আমচুর পাউডার

রান্নার নির্দেশ সমূহ

সময় - ৩৫ মিনিট
  1. 1

    ১. প্রথমে একটি জায়গার মধ্যে ১ কাপ ময়দা নিয়ে তাতে ১ টেবিল চামচ তেল এবং অল্প নুন দিয়ে একটি ময়দার মণ্ড তৈরি করা হলো এবং অল্প জল দেওয়া হলো যাতে ময়দার মণ্ড টি একটু শক্ত হয়।

  2. 2

    ২. এরপর ময়দার মণ্ড থেকে অল্প অংশ নিয়ে তাতে সবুজ রঙের ফুড কালার মিশিয়ে একটি ঢাকা দিয়ে কুড়ি মিনিট আলাদা করে রেখে দেওয়া হল।

  3. 3

    ৩. এবার সিঙ্গারার পুর তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যান এর মধ্যে গোটা মশলা গুলি হালকা করে ভেজে নিয়ে সেগুলি থেকে একটি রোস্টেড মশলা গুঁড়ো তৈরি করে নেওয়া হলে।

  4. 4

    ৪. অন্যদিকে বাদামগুলো অল্প করে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নেওয়া হলো।

  5. 5

    ৫. এরপর ফ্রাইং প্যান এর মধ্যে তেল দিয়ে তাতে কাঁচালঙ্কা ভেঙে দেওয়া হল।

  6. 6

    ৬. এরমধ্যে সিদ্ধ করে নেওয়া আলু, স্বাদমতো লবণ,লঙ্কা গুঁড়ো, হলুদ, আমচুর পাউডার ও আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে দেওয়া হল।

  7. 7

    ৭. এইবার এই সিঙ্গারার পুরকে ৫ -৬ মিনিট ভালো করে তৈরি করতে হবে এবং তার সাথে বাদাম মিশিয়ে দিতে হবে।

  8. 8

    ৮. এবার পুর টা একটু ঠান্ডা হয়ে এলে তা নিয়ে ছোট ছোট পাতিলেবুর আকৃতি গোল গোল করে নেওয়া হলো।

  9. 9

    ৯. অন্যদিকে একটি ছোট জায়গার মধ্যে কনফ্লাওয়ার নিয়ে তাতে অল্প করে জল মিশিয়ে একটা কনফ্লাওয়ার-র মিশ্রণ তৈরি করা হলো।

  10. 10

    ১০. অন্য একটি জায়গায় এক কাপ মতো কনফ্লেক্স নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে কনফ্লাওয়ারের গুঁড়ো তৈরি করা হলো।

  11. 11

    ১১. এবার আগে থেকে তৈরি করে নেওয়া সিঙ্গারা পুরকে কর্নফ্লাওয়ার এর ডুবিয়ে কনফ্লেক্সের একটি বলের আকারে তৈরি করে নিতে হবে।

  12. 12

    ১২. এবার আলাদা একটি জায়গায় ময়দা মেখে সে গুলোকে ডিম্বাকার আকৃতিতে বেলে নিয়ে তা থেকে ছোট ছোট আয়তাকার আকৃতিতে ময়দার অংশ কেটে নেওয়া হলো।

  13. 13

    ১৩. এবার এই আয়তাকার ময়দার ছোট ছোট অংশ থেকে লম্বা পাতলা পাতলা ময়দার অংশ কেটে বের করে নেওয়া হলো।

  14. 14

    ১৪. এরপর আগে থেকে তৈরি করা সিঙ্গারার পুর এর গায়ে ময়দার পাতলা লম্বা অংশগুলোকে ভালো করে কনফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আটকানো হল এবং এর ওপর আগে থেকে তৈরি করে রাখা সবুজ রঙের ময়দার বল উপরে কাঠি দিয়ে আটকে দেওয়া হলো।

  15. 15

    ১৫. এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে অল্প আঁচে কলসি সিঙ্গারা কে খুব সাবধানে ভেজে নিতে হবে, যাতে কলসি ডিজাইন তা কোনোভাবেই নষ্ট না হয়ে যায়।

  16. 16

    ১৬. এইরকম ভাবে তৈরি হলো "কলসি সিঙ্গারা"...
    গরম গরম কলসি সিঙ্গারা, সস ও চা -র সাথে পরিবেশন করা হলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayita Barman
Jayita Barman @cook_30218093

Similar Recipes