পম্ফ্রেট ঝাল (pomfret jhal recipe in Bengali)

Runta Dutta
Runta Dutta @cook_25782724

#nv
#week3
আমিষ রান্নার মধ্যে এটা আমার খুব প্রিয় একটি রান্না। খুব কম সময় লাগে এই রান্না টা করতে।

পম্ফ্রেট ঝাল (pomfret jhal recipe in Bengali)

#nv
#week3
আমিষ রান্নার মধ্যে এটা আমার খুব প্রিয় একটি রান্না। খুব কম সময় লাগে এই রান্না টা করতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫ জন
  1. ৪০০ গ্রাম পম্ফ্রেট মাছ
  2. ২ টেবিল চামচ টক দই
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১/২ চা চামচকালো জিরা
  5. ২ টো পেঁয়াজ কুচি
  6. ১চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. ১ টা টমেটো কুচি
  8. স্বাদ মত নুন
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১/২ কাপসর্ষের তেল
  11. ১/২চা চামচচিনি
  12. ১/২ চা চামচজিরে বাটা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    এর পর মশলা গুলো বেটে নিতে হবে তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি করে নিতে হবে।

  3. 3

    তার পর কড়াতে শরষের তেল গরম করে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে তাতে বাটা মশলা গুলো দিয়ে নুন হলুদ চিনি আর টক দই পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।

  4. 4

    কষানো হয়ে এলে সামান্য জল দিয়ে মাছ গুলো ছেড়ে ঢেকে দিতে হবে তারপর ফুটে উঠলে নুন ঝাল মিষ্টি দেখে নামিয়ে নিতে হবে। প্রমফেট ঝাল রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runta Dutta
Runta Dutta @cook_25782724

মন্তব্যগুলি

Similar Recipes