আলু পটলের ডালনা(aloo potoler dalna recipe in bengali)

Antora Gupta
Antora Gupta @happy_1980

আলু পটলের ডালনা(aloo potoler dalna recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 সারভিংস
  1. 4/5 টাপটল টুকরো করে কাটা
  2. 2 টোআলু টুকরো করে কাটা
  3. 1 চা চামচআস্ত জিরে
  4. 2 চা চামচআদা বাটা
  5. 2 চামচজিরে গুঁড়ো
  6. 1 টিটমেটো গ্রেট করা
  7. 4টেবিল চামচ সর্ষের তেল
  8. স্বাদ মতনুন চিনি
  9. 1 চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. 1 টেবিল চামচঘি
  11. 2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    কড়াতে তেল গরম করে তাতে পটল ও আলু গুলো ভেজে তুলে নিলাম

  2. 2

    এবার কড়া আরও একটু তেল গরম করে আস্ত জিরে ফোরোন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,গ্রেট করা টমেটো, নুন, চিনি দিয়ে মশলা ভালো করে কষে নিলাম

  3. 3

    মশলা কষা হয়ে এলে এক কাপ মতোন গরম জল দিয়ে নাড়া চাড়া করে ভেজে রাখা আলু ও পটল গুলো ছেড়ে ভালো করে ফুটতে দিলাম

  4. 4

    ঝোল ফুটে ঘনো হয়ে এলে উপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেড়ে নিলেই তৈরি আলু পটলের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antora Gupta
Antora Gupta @happy_1980

Similar Recipes