রাজস্থানী লাল মাস (Rajasthani Laal Mass recipe in Bengali)

Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

#c1
#Week1
এই সপ্তাহের প্রধান উপকরণ হলো "লঙ্কা" তাই লাল মাস বা লাল মাংসের রেসিপি শেয়ার করছি।
লাল মাস (Laal Mass) হলো রাজস্থানের এক বিখ্যাত মটনের রেসিপি যার প্রধান উপকরণ হলো মাঠানীয়া লাল মরিচ (Mathaniya Red Chillies)
রাজস্থানের যোধপুরের একটি ছোট জায়গা হলো মাঠানীয়া। এই লঙ্কার লাল রং ও স্বাদের জন্য এটি পৃথিবীখ্যাত হয়ে রয়েছে।

রাজস্থানী লাল মাস (Rajasthani Laal Mass recipe in Bengali)

#c1
#Week1
এই সপ্তাহের প্রধান উপকরণ হলো "লঙ্কা" তাই লাল মাস বা লাল মাংসের রেসিপি শেয়ার করছি।
লাল মাস (Laal Mass) হলো রাজস্থানের এক বিখ্যাত মটনের রেসিপি যার প্রধান উপকরণ হলো মাঠানীয়া লাল মরিচ (Mathaniya Red Chillies)
রাজস্থানের যোধপুরের একটি ছোট জায়গা হলো মাঠানীয়া। এই লঙ্কার লাল রং ও স্বাদের জন্য এটি পৃথিবীখ্যাত হয়ে রয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনিট
৪ জন
  1. ৭৫০ গ্ৰাম মাটন
  2. ২৫০ গ্ৰাম টকদই
  3. ৫ টা গোটা মাথানীয়া লাল মরিচ
  4. ৩ টে বড় এলাচ
  5. ৪ টে ছোট এলাচ
  6. ২ টো তেজপাতা
  7. ১ ইঞ্চি দারচিনি
  8. ৪ টে লবঙ্গ
  9. ৫ টা মাঝারি পেঁয়াজ
  10. ১ টেবিল চামচ আদা বাটা
  11. ২ টেবিল চামচ রসুন বাটা
  12. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. ২ টেবিল চামচ মাথানিয়া লাল মরিচ বাটা
  14. ২০০ মিলি সর্ষের তেল
  15. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    একটি নন-স্টিক কড়াইতে সরষের তেল গরম করুন, এতে বড়ো এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, আস্ত মাথানিয়া (লাল মরিচ) এবং তেজপাতা ফোড়ন দিয়ে ১ মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। সুগন্ধ বের হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ৫ মিনিট মতো। পেঁয়াজ বাদামি হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করতে হবে।

  2. 2

    পেঁয়াজের মধ্যে মাংসের টুকরোগুলি দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য মাঝারি আঁচে ভেজে নিতে হবে।

  3. 3

    এর পর তাতে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,মাথানিয়া (লাল মরিচ) বাটা, লবণ দিয়ে ১০ মিনিট মতো কষিয়ে নিতে হবে। দই ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে আস্তে আস্তে মাটন রান্না করতে হবে। প্রতি ৫ মিনিট অন্তর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। যদি কোন পর্যায়ে প্রয়োজন হয় তো সামান্য জল বা স্টক যোগ করা যেতে পারে।

  4. 4

    এই ভাবে ঢীমে আঁচে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
    লাল মাস একদম রেডি গরম গরম আটা বা বাজরার রুটি বা সঙ্গে পরিবেশন করুন।

  5. 5

    বিঃ দ্রঃ
    🔹এই রান্নায় কোন ভাবেই কাঁচালঙ্কা ব্যবহার করবেন না।
    এর লালা রং ও স্বাদের সম্পূর্ণ কৃতিত্ব হলো এই মাঠানীয়া লাল মরিচের।
    🔹 রাজস্থানের এই সাবেকি রেসিপি তে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও টমেটো ব্যবহার করা হয় না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

Similar Recipes