চিকেন পিজ্জা (Chicken pizza recipe in Bengali)

Ananya Pramanik
Ananya Pramanik @Ananyamunai

চিকেন পিজ্জা (Chicken pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4 সারভিংস
  1. ডো তৈরির জন্য
  2. ১ কাপ ময়দা
  3. ১ চা চামচ ঈস্ট
  4. স্বাদ মতলবণ
  5. ১ কাপ হালকা গরম জল
  6. পিজ্জা কিমা উপকরণ
  7. ১ কাপচিকেন ব্রেস্ট (কিউব আর লম্বা করে স্লাইস)
  8. ১ কাপ ক্যাপ্সিকাম
  9. ১ কাপ পিজ্জা সস
  10. ১ চা চামচ ব্ল্যাক পেপার
  11. ২০০ গ্রাম চীজ
  12. প্রয়োজন অনুযায়ীব্ল্যাক অলিভ অরিগ্যানো
  13. ১ টা গাজর
  14. ১টাটমেটো
  15. ১ টা পেঁয়াজ
  16. ১ টাশসা
  17. ২ টেবিল চামচ অলিভ অয়েল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে ইস্ট সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখে ময়দা,লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে ইস্ট দিয়ে মাখিয়ে সফট ডো তৈরি করে ভালো করে ঢেকে গরম স্থানে যেমন চুলার পাশে এমন জায়গায় রাখতে হবে।

  2. 2

    পিৎজা ডো ফুলে ডবল হয়ে আছে,হাত দিয়ে চেপে বাতাস বের করে একটি পিৎজা ব্রেড এর মত হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে রুটি তৈরি করতে হবে।

  3. 3

    চিকেন হালকা ফ্রাইং করে নিয়ে ব্ল্যাক পেপার দিয়ে সব সবজিগুলো ফ্রাইং করে নিতে হবে।

  4. 4

    পিৎজা প্যান এ অলিভ ওয়েল দিয়ে তৈরি করা পিৎজা বান কাঁটা চামচ দিয়ে কেচে দিয়ে পিৎজা সস পুরোটা দিয়ে তার উপর হাফ চিজ স্লাইস দিয়ে নিজের মতন করে চিকেন ও সবজি দিয়ে উপরে অরিগ্যানো ও ব্ল্যাক পেপার ছিটিয়ে বাকি চিজ দিয়ে চুলায় হালকা আঁচে দিয়ে ঢেকে দিতে হবে ১৫-২০ মিনিট।

  5. 5

    যখন চিজ পুরোটা গলে সুগন্ধ বের হবে নামিয়ে নিজের মতো স্লাইস করে পরিবেশন করতে হবে সাথে টমেটো সস বা মেয়োনিজ দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ananya Pramanik
Ananya Pramanik @Ananyamunai

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes