আলু-ঝিঙে পোস্ত(aloo jhinge posto rcipe in Bengali)

Sumana Chakraborty
Sumana Chakraborty @cook_30823423

আলু-ঝিঙে পোস্ত(aloo jhinge posto rcipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ২ টি বড় আলু (টুকরো করে কাটা)
  2. ৫০০ গ্রাম ঝিঙে (টুকরো করে কাটা)
  3. ৪ টেবিল চামচ সরিষার তেল
  4. ৪ টেবিল চামচ পোস্ত বাটা
  5. ১ টি মাঝারি পেঁয়াজ কুচি
  6. ১ টি ছোট টমেটো কুচি
  7. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  8. ২ টি কাঁচা লঙ্কা (চিরে রাখা)
  9. পরিমাণ মতলবণ
  10. ১/২ চা চামচ পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াই এ তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে, পেঁয়াজ কুচি যোগ করতে হবে। হালকা বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজ টা ভাজতে হবে

  2. 2

    এরপর টুকরো করে কাটা আলু ও ঝিঙে যোগ করতে হবে। আলুর টুকরো গুলো হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন টমেটো কুচি ও পরিমাণ মত লবণ দিয়ে, ভালো ভাবে নেড়ে চেড়ে, পরিমাণ মত জল (আলু সেদ্ধ হওয়ার জন্য) দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  3. 3

    ৭-৮ মিনিট পর,ঢাকা খুলে দেখে নিতে হবে যে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু ও ঝিঙে সেদ্ধ হয়ে এলে তাতে পোস্ত বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর একটু কাঁচা সরিষার তেল ও চিঁড়ে রাখা লঙ্কা যোগ করে,গ্যাস বন্ধ করে আবার ঢেকে রাখতে হবে ২ মিনিটের জন্য।

  5. 5

    এরপর ঢাকা খুলে, একটা সার্ভিং পাত্রে ঢেলে, চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করুন 'আলু-ঝিঙে পোস্ত' ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Chakraborty
Sumana Chakraborty @cook_30823423

Similar Recipes