বাঁধাকপির ভাপা পিঠে(bandhakopir bhapa pithe recipe in Bengali)

Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee

#c3
#week3
পিঠে বললেই আমাদের মনে সন্দেশ বা নারকেলের পুর ভরা চালের পিঠের ছবি ফুটে ওঠে... কিন্তু আজকের আমার পিঠে টা একদমই অন্যরকম... আর মাংসের পুর ভরা

বাঁধাকপির ভাপা পিঠে(bandhakopir bhapa pithe recipe in Bengali)

#c3
#week3
পিঠে বললেই আমাদের মনে সন্দেশ বা নারকেলের পুর ভরা চালের পিঠের ছবি ফুটে ওঠে... কিন্তু আজকের আমার পিঠে টা একদমই অন্যরকম... আর মাংসের পুর ভরা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা১৫মিনিট
২ জন
  1. পিঠের খোলসের জন্য
  2. ৫টা বাঁধাকপির বড়ো পাতা
  3. পুরের জন্য
  4. ২৫০গ্রাম খাঁসির মাংস (কম হাড় যুক্ত)
  5. ২টো ছোট এলাচ
  6. ১টুকরো দারচিনি
  7. ২টো তেজপাতা
  8. ২টো মাঝারি পেঁয়াজ কুচি
  9. ১টেবিল চামচ আদা রসুন বাটা
  10. ২টেবিল চামচ টমেটো বাটা
  11. ১টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  12. ৪টে কাঁচালঙ্কা কুচি করা
  13. স্বাদ মত নুন
  14. ১চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১চা চামচ জিরে গুঁড়ো
  16. ১টেবিল চামচ টমেটো কেচাপ
  17. ৩টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা১৫মিনিট
  1. 1

    মাংস টা গোটা গরম মশলা ও নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আমার মিডিয়াম আঁচে ২০মিনিট সময় লেগেছে

  2. 2

    মাংস সেদ্ধ টা ঠান্ডা হয়ে গেলে হাড় থেকে মাংস গুলো আলাদা করে অল্প চটকে একটু মিহি করে নেব

  3. 3

    কড়াই তে তেল গরম করে পেঁয়াজ ও লঙ্কা কুচি গুলো দিয়ে ভেজে নেব... ভাজা ভাজা হয়ে গেলে বাটা মশলা ও শুকনো মশলা গুলো যোগ করে ভালো করে কষাবো তারপর মাংসের কিমা টা যোগ করে আরো কষাবো যাতে বেশ শুকনো শুকনো হয়ে যায়.. পুর টা একটা ডিশ এ সরিয়ে রাখবো

  4. 4

    বাঁধাকপির পাতা গুলো ১০মিনিট গরম জলে ভাপিয়ে নেব

  5. 5

    একটু ঠান্ডা হলে পাতা গুলোর মধ্যে ১টেবিল চামচ পুর o অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মুড়ে দেবো..

  6. 6

    এভাবে ৫টা পিঠে বানিয়ে নেব একটা পাত্রে জল গরম হতে দিয়ে তার উপর ফুটো থালা বসিয়ে অল্প তেল বুলিয়ে নেব... এবার পিঠে গুলো একে একে বসিয়ে দেবো ফুটো থালার উপর

  7. 7

    এভাবে হাই ফ্লেমে ১৫মিনিট স্টিম করবো

  8. 8

    থালা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee
আমার কাছে রান্না একটি শিল্প... নিজের মনের মতো রান্না করি... যে ডিশ ই বানাই খুব ভালোবেসে বানাই আর নতুনত্ব রাখার চেষ্টা করি...
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes