ডাল তড়কা(Dal tarka recipe in Bengali)

@M.DB
@M.DB @Mohua_19

ডাল তড়কা(Dal tarka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জনের
  1. 3 টিপেঁয়াজ বাটা
  2. 100 গ্রামঅড়হর ডাল
  3. 6-7 টিরসুন বাটা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 টিটমেটো কুচি
  6. 1 চা চামচ গোটা জিরে
  7. 4-5 টিকাঁচালঙ্কা
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1 চা চামচ ঘি
  10. 1/2 চা চামচহিং
  11. স্বাদ মতনুন, মিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    অড়হর ডাল সেদ্ধ করে রাখলাম। এবারে কড়াইয়ে সরষের তেল এবং ঘি ঢেলে তেল গরম হলে ওর মধ্যে জিরে ফোরণ দিলাম।

  2. 2

    তারপর পেঁয়াজ, আদা, রসুন এবং হিং একে একে ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজা হয়ে এলে একটা সুন্দর গন্ধ আসবে।

  3. 3

    এবারে সেদ্ধ করে রাখা ডালে নুন, মিস্টি হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে রাখা ফরণের মধ্যে ডাল ঢেলে দিলাম। ভালো করে ফুটে উঠলে গ্যাস বন্ধ করে নামানোর আগে আরেকবার ঘি দিলাম। তৈরি ডাল মাখানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
@M.DB
@M.DB @Mohua_19

Similar Recipes