চিলি চিকেন (chilli chiken recipe in bangali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ebook06
#week10

এবারের মিষ্ট্রি বক্স থেকে আমি চিকেন চিলি বেছে নিয়েছি। এই চাইনিজ ফুড কিন্ত সবার প্রিয় । আর যদি সেটা বাড়িতে তৈরি করা হয় তাহলেতো আর কথা নেই।

চিলি চিকেন (chilli chiken recipe in bangali)

#ebook06
#week10

এবারের মিষ্ট্রি বক্স থেকে আমি চিকেন চিলি বেছে নিয়েছি। এই চাইনিজ ফুড কিন্ত সবার প্রিয় । আর যদি সেটা বাড়িতে তৈরি করা হয় তাহলেতো আর কথা নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ১/২ চা চামচ গোলমরিচ গুড়ো
  3. ১/২ চা চামচ লংকা গুড়ো
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ ভেনিগার
  7. ২ চা চামচ সয়া সস
  8. ১ টা ফেটানো ডিম
  9. ২ টেবিল চামচ ময়দা
  10. ২ টেবিল চামচ কার্নফ্লোয়ার
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. গ্রেভি তৈরি করার জন্য-
  13. ১ চা চামচ আদা কুচি
  14. ১ চা চামচ রসুন কুচি
  15. ৪-৫ টা কাচাঁ লংকা কুচি
  16. ১/২ পেয়াঁজ কুচি
  17. ২ টা পেয়াঁজ চৌকো করে কাটা
  18. ১ টা ক্যাপসিকাম চৌকো করে কাটা
  19. ১/২ চা চামচ গোলমরিচ গুড়ো
  20. ২ টেবিল চামচ টমেটো সস
  21. ২ চা চামচ সয়া সস
  22. ১ টেবিল চামচ কার্নফ্লোয়ার
  23. স্বাদ অনুযায়ীনুন
  24. তেল পরিমাণ মতো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী গুলো এক জায়গায় করে। তারপর চিকেন গুলো ভালো করে ধুয়ে একটা বাউলে ঢেলে ওর মধ্যে গোলমরিচ গুড়ো,লংকা গুড়ো,আদা রসুন বাটা,সয়া সস,ভেনিগার ও নুন স্বাদ অনুষায়ী দিয়ে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে ফেটানো ডিম,ময়দা ও কার্নফ্লোয়ার দিয়ে মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রেখে দিতে হবে।

  3. 3

    তারপর ৩০ মিনিট পর গ্যাস চালু করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে চিকেন গুলো পকোড়ার মত ভেজে তুলে নিতে হবে। সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াই থেকে তেল কম করে ওই একি কড়াইতে রসুন কুচি,আদা কুচি,লংকা কুচি ও পেয়াঁজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে নুন টমেটো সস,সয়া সস দিয়ে ১-২ মিনিট নাড়তে হবে ।

  5. 5

    তারপর কার্নফ্লোয়ার নিয়ে ১/২ কাপ জলে ঘুলে নিতে হবে। আর কড়াইতে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে ভেজে রাখা চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি বা স্প্রিঙ্গ ওনিয়ন কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে জিরা রাইস বা ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes