ডাব চিংড়ি (Daab Chingri recipe in Bengali)

Chandana Pal
Chandana Pal @chandana_pal_100

#ssr
#week1
আমরা মাছে ভাতে বাঙালি, তাই পূজোর সময় বাঙালি খাবার ই বেশি ভালো লাগে। সপ্তমী স্পেশাল ডিশ হিসেবে তাই আমি ডাব চিংড়ি বানালাম।

ডাব চিংড়ি (Daab Chingri recipe in Bengali)

#ssr
#week1
আমরা মাছে ভাতে বাঙালি, তাই পূজোর সময় বাঙালি খাবার ই বেশি ভালো লাগে। সপ্তমী স্পেশাল ডিশ হিসেবে তাই আমি ডাব চিংড়ি বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টা শাঁসযুক্ত ডাব
  2. ২০০ গ্ৰাম গলদা চিংড়ি
  3. ১ টেবিল চামচ কালো সর্ষে
  4. ১ টেবিল চামচ সাদা সর্ষে
  5. ৪টে কাঁচা লঙ্কা
  6. ১/২ কাপ ডাবের শাঁস
  7. ৪ টেবিল চামচ ডাবের জল
  8. ৪ টেবিল চামচ নারকেল দুধ
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. স্বাদ মত নুন, চিনি
  12. ২ টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে। অপরদিকে একটা ডাব নিয়ে তার মুখটা বড়ো করে কেটে নিয়ে জল আর শাঁস বারকরে নিতে হবে।

  2. 2

    এবার মিক্সিতে দুরকম সর্ষে, কাঁচা লঙ্কা আর ডাবের শাঁস কে বেটে নিতে হবে। সব বাটা মসলা, চিনি, তেল, ডাবের জল আর নারকেল এর দুধ দিয়ে ম‍্যারিনেট করা চিংড়ি মাছকে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ডাবের মধ্যে চিংড়ি মাছ ভরে ডাবের মুখটা আটকে উপর দিয়ে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে হবে।

  4. 4

    একটা বড়ো পাত্রে জল গরম করে তার উপর একটা স্ট‍্যান্ড বসিয়ে ডাবটা রাখতে হবে। এবার পাত্রটা চাপা দিয়ে ১০ মিনিট কম আঁচে ভাপিয়ে নিতে হবে। ৫ মিনিট রেখে ডাবটা বারকরে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Pal
Chandana Pal @chandana_pal_100
নিত্য নতুন রান্না করতে ও নতুন নতুন রান্না শিখতে আমার খুব ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes