মাছের মাথা দিয়ে মুগ ডাল (Machher Matha Diye Mug Dal Recipe in Bengali)

Malabika Biswas
Malabika Biswas @mala_17

এই সপ্তাহে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব।এটি একটি সুস্বাদু রেসিপি। একই রকম রান্না সব সময় খেতে ভাল লাগে না। একটু রকমফের হলে খেতে যেমন ভাল লাগে, তেমনই স্বাস্থ্যকর। #ebook06 #week11

মাছের মাথা দিয়ে মুগ ডাল (Machher Matha Diye Mug Dal Recipe in Bengali)

এই সপ্তাহে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব।এটি একটি সুস্বাদু রেসিপি। একই রকম রান্না সব সময় খেতে ভাল লাগে না। একটু রকমফের হলে খেতে যেমন ভাল লাগে, তেমনই স্বাস্থ্যকর। #ebook06 #week11

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিঃ
২ জনের মত
  1. ১০০ গ্রাম সোনা মুগ ডাল
  2. ১ টা রুই মাছের মাথা
  3. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  4. ১/২ চা চামচ ঘি
  5. স্বাদমত নুন
  6. ১ চা চামচ হলুদ
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচ জিরে, ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ৪/৫ টা কাঁচালঙ্কা
  11. ১টা ছোট পেঁয়াজ কুচি
  12. ১/২ চা চামচ গরম মশালা গুঁড়ো
  13. ২ টো তেজপাতা
  14. ২টো শুকনো লঙ্কা
  15. ১/২ টোমাটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিঃ
  1. 1

    ডাল ধুয়ে রেখে দিয়েছি

  2. 2

    মাছের মাথা ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি

  3. 3

    ডাল ভেজে কুকারে সেদ্ধ করে নিয়েছি। ২ টো সিটি দিয়েছি।

  4. 4

    গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়েছি। মাথাটা এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি

  5. 5

    ঐ তেলে শুকনো লংকা, তেজপাতা ফোড়ন দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি। টোমাটো কুচি দিয়েছি

  6. 6

    একটু নেড়েচেড়ে আদা বাটা, জিরে, ধনে গুড়ো দিয়েছি

  7. 7

    নেড়েচেড়ে নুন, হলুদ, লাল লংকা, চিনি দিয়েছি

  8. 8

    নেড়েচেড়ে সেদ্ধ ডাল দিয়ে আলতো হাতে নেড়ে দিয়েছি

  9. 9

    ভাজা মাথা দিয়ে দিয়েছি। কাঁচা লংকা দিয়েছি।

  10. 10

    জল দিয়েছি ঢাকা দিয়েছি

  11. 11

    ৩/৪ মিঃ পর ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছি

  12. 12

    মাথাটা আলতো হাতে আধভাঙা করে দিয়েছি

  13. 13

    নেড়েচেড়ে উপর দিয়ে ঘি গরম মশালা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি।

  14. 14

    মাছের মাথা দিয়ে ডাল পাতলা হবে না।

  15. 15

    এবার একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Malabika Biswas

মন্তব্যগুলি

Similar Recipes