ফুল কপির পরোটা (Fooll kopir paratha recipe in bengali)

Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food

#asr

নিরামিষ ফুলকপির পরোটা খেতে খুব সুন্দর ।

ফুল কপির পরোটা (Fooll kopir paratha recipe in bengali)

#asr

নিরামিষ ফুলকপির পরোটা খেতে খুব সুন্দর ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৫ জন
  1. ২ টো ফুল কপি
  2. ১.৫কাপ আটা
  3. ১.৫কাপ ময়দা
  4. ৪ টে কাঁচা লঙ্কা কুচি
  5. ১ চা চামচআদা বাটা
  6. পরিমাণ মতধনেপাতা কুচি
  7. স্বাদ মতলবণ ও চিনি
  8. ২ টেবিল চামচ ঘি
  9. ১/২ চা চামচকাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীসাদা তেল পরোটা ভাজার জন্য
  11. ১/২ চা চামচ কাগজি লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি গুলো ধুয়ে নিয়ে কুড়ে নিন ।

  2. 2

    তার পর একটা কড়াইতে ২ চামচ ঘি দিয়ে প্রথমে আদা বাটা দিয়ে দিন একটু ভেজে নিয়ে তাতে লঙ্কা কুচি দিয়ে কোড়া ফুলকপি টা দিয়ে দিন এবং তাতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিন ।

  3. 3

    এর পর ভাজা ভাজা হয়ে গেলে তাতে চিনি লবণ দিয়ে দিন । শেষে নামাবার সময় তাতে ধনেপাতা কুচি ও কাগজি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন । এর পর ঠাণ্ডা করে নিন ।

  4. 4

    এবারে একটা পাত্রে আটা ও ময়দা নিয়ে তাতে সাদা তেল ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন । এরপর ময়দা মাখার পর তাতে ফুল কপির পুরটা ভালো করে ভরুন ।

  5. 5

    এর পর বেলে নিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ফুলকপির পরোটা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food
আমি রান্না করতে খুব ভালবাসি। আর নতুন নতুন রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes