ক্রাঞ্চি এগ চীজ বাইট(Crunchy egg cheese bite recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

ক্রাঞ্চি এগ চীজ বাইট(Crunchy egg cheese bite recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টি ডিম সিদ্ধ গ্রেট করা
  2. ১টি আলু সিদ্ধ গ্রেট করা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. পরিমাণ মত চীজ
  5. ১/২ চা চামচ ভাজা মসলা(জিরে, ধনে, মৌরি, মেথি, এলাচ, দারচিনি,লবঙ্গ
  6. ১ স্লাইস পাউরুটি মিক্সার মেশিনে ঘুরিয়ে নিতে হবে
  7. ১টি পেঁয়াজ কুচি
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. পরিমাণ মতওপরে কোটিং এর জন্য- চিড়ে ভাজা
  10. প্রয়োজন অনুযায়ী বিস্কুটের গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ী কর্ণ ফ্লাওয়ার
  12. ১/২ কাপ জল ঝরানো টক(ডিপ বানানোর জন্য)
  13. ১ চা চামচ কাসুন্দি
  14. ১ চা চামচ মধু
  15. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  16. স্বাদ মত পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে চীজ বাদে ডিমসহ সমস্ত উপকরণ গুলো কে নাড়িয়ে একটু টাইট মিশ্রন তৈরী করে নিতে হবে।

  2. 2

    তারপর মিশ্রণটি একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে চেপ্টে তার মধ্যে চীজ ঢুকিয়ে গোল করে নিতে হবে।

  3. 3

    প্রথমে কর্নফ্লাওয়ার এর গোলায় ডুবিয়ে তারপর ভেজে রাখা চিড়ে(হাতের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে)ও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে খানিকক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে

  4. 4

    এবার ফ্রিজ থেকে বের করে সাদা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্রাঞ্চি এগ চীজ বাইট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes