ছানার ডালনা (Chanar dalna recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

ছানার ডালনা (Chanar dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ১ লিটার দুধ
  2. ১.৫ টেবিল চামচ ভিনিগার
  3. ১ টা বড় আলু
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ২ টো কাঁচা লঙ্কা বাটা
  6. ২ টো চেরা কাঁচা লঙ্কা
  7. স্বাদ মতলবণ ও চিনি
  8. ১/৩ চা চামচ গরম মসলা গুঁড়ো
  9. ১ চা চামচ জিরা বাটা
  10. ১/২ চা চামচ ধনিয়া বাটা
  11. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ কাশ্মীরী লাল লঙ্কাগুঁড়ো
  13. ২ চা চামচ ঘি
  14. পরিমাণ মত সর্ষের তেল আর
  15. ১/২ চা চামচ গোটা জিরা
  16. ১ টা তেজপাতা
  17. ১ টা শুকনো লঙ্কা
  18. ১ চা চামচ ময়দা
  19. ১ টি এলাচ
  20. ১ টা টমেটো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    দুধ ভিনেগার দিয়ে ছানা কেটে ধুয়ে জল নিংড়ে নিতে হবে। এবার ছানা, ময়দা, লবণ, সামান্য আদা ও লংকা বাটা মেখে বল বানিয়ে গরম তেলে কম আঁচে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    প্রয়োজনীয় তেল রেখে বাকি তেল তুলে রাখতে হবে।
    এবার তেলে তেজপাতা, শুকনো লঙ্কা গোটা জিরা, এলাচ ফোড়ন দিয়ে নেড়েচেড়ে আলু টুকরো অল্প লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে আদা বাটা, লংকা বাটা, চেরা কাঁচা লংকা, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরা বাটা, ধনিয়া বাটা অল্প জলে গুলে কড়াইতে দিয়ে কষাতে হবে।

  3. 3

    টোম্যাটো কুচি দিয়ে অল্প জল দিয়ে ঢেকে কম আঁচে টমেটো সেদ্ধ হয়ে গেলে পরিমাণমতো গরম জল দিয়ে ৪ মিনিট ফুটিয়ে ভাজা ছানা দিয়ে দু মিনিট পর ৪ টুকরা আলু চটকে দিয়ে আরো তিন মিনিট ফুটিয়ে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢেকে রেখে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes