ভোগের পোলাও বা পুষ্পান্ন (Bhoger pulao recipe in Bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253

#LSR
Week 3
আমাদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি পোলাও,যখন সেটি ঈশ্বরের জন্য উৎসর্গকৃত করা হয় তখন তার স্বাদ হয় অনন্য। দেবী লক্ষ্মীর আরাধনায় আমরা মাকে ভক্তি ও শ্রদ্ধার সহিত এই রকম ভোগ নিবেদন করতে পারি। রেসিপি টি ভালো লাগলে আপনারাও বানাবেন।

ভোগের পোলাও বা পুষ্পান্ন (Bhoger pulao recipe in Bengali)

#LSR
Week 3
আমাদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি পোলাও,যখন সেটি ঈশ্বরের জন্য উৎসর্গকৃত করা হয় তখন তার স্বাদ হয় অনন্য। দেবী লক্ষ্মীর আরাধনায় আমরা মাকে ভক্তি ও শ্রদ্ধার সহিত এই রকম ভোগ নিবেদন করতে পারি। রেসিপি টি ভালো লাগলে আপনারাও বানাবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ২ কাপ গোবিন্দ ভোগ চাল
  2. ২৫ গ্ৰাম কাজু
  3. ২৫ গ্ৰাম কিসমিস
  4. ৫ টেবিল চামচ ঘি
  5. ১ চা চামচ১ চামচ হলুদ গুঁড়ো
  6. ৪ টি তেজপাতা
  7. ২০ টি শামরিচ
  8. ১২ টি ছোট এলাচ
  9. ৭ টুকরো দারুচিনি
  10. ১৫ টি লবঙ্গ
  11. ১/৪ জায়ফল
  12. ১/২ জয়িত্তি
  13. ২ চা চামচআদার রস
  14. ৫ চা চামচচিনি
  15. স্বাদমতো সৈন্ধব লবণ

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সবার প্রথমে গোবিন্দ ভোগ চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষন না চাল ধোয়া জলে সাদা ভাব দূর হয়ে স্বচ্ছ ভাব আসে ততক্ষন চাল ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটি কড়াই গরম করে তাতে ১/৪জায়ফল, ১/২ ফুল জয়ত্রী,শামরিচ ২০ টি ২ টি তেজপাতা, ১০ টি লবঙ্গ, ১০টি এলাচ, ৫ টুকরো দারুচিনি হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে।

  3. 3

    একটি বাটিতে ধুয়ে রাখা চাল দিয়ে এরমধ্যে ২ চামচ ঘি, পরিমাণ মতো লবণ,১ চামচ হলুদ, ২ চামচ আদার রস,২ চামচ ভাজা মসলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটি কড়াই গরম করে তাতে ৩ টেবিল চামচ ঘি দিয়ে, একটু গরম হলে তাতে ২৫ গ্ৰাম কাজু বাদাম দিয়ে,গ্যাসের ফ্লেম লো তে রেখে মিনিট ৩ লালচে করে ভেজে, এর মধ্যে ২৫ গ্ৰাম কিসমিস দিয়ে ২ মিনিট ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এবার ঐ কড়াইতে ১ টেবিল চামচ ঘি দিয়ে, ২ টি তেজপাতা ছোট টুকরো করে দিয়ে,২ টি এলাচ ও ৫ টি লবঙ্গ ছোট ২ টুকরো দারুচিনি দিয়ে, নেড়েচেড়ে সুগন্ধ বেরোলে এর মধ্যে ঘি ও মসলা মাখানো চাল দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। অপর ওভেনে যে কাপে চাল মাপা হয়েছে সেই কাপের ৪ কাপ জল উষ্ণ গরম করে নিতে হবে।

  6. 6

    প্রায় ৫ মিনিট ধরে চাল ঘি এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে চাল মাপা কাপের ৪ কাপ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু, কিসমিস অর্ধেকের বেশি পরিমাণে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে, ৫ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  7. 7

    ১০ মিনিট পর ঢাকা খুলে, নিচের চাল উপরে ও উপরের চাল নিচে করে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে চাল সিদ্ধ হতে সামান্য বাকি থাকবে।

  8. 8

    ২ মিনিট পর গ্যাস নিভিয়ে দিয়ে, যে ভাজা মসলা তৈরী করে নিয়েছি তার থেকে ১ চামচ ভাজা মসলা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত।যে পাত্রে পরিবেশন করা হবে তাতে বাকি কাজু ও কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

Similar Recipes