চটজলদি চিকেন পোলাও (Chotjaldi chicken pulao recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#KRC1
#week1
কুকপ্যাড চ্যালেঞ্জের এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পোলাও শব্দ টি বেছে নিলাম। খুব সহজেই অল্প সময়ের মধ্যেই এই দারুন স্বাদের খাবার টি তৈরি করা যায়।

চটজলদি চিকেন পোলাও (Chotjaldi chicken pulao recipe in Bengali)

#KRC1
#week1
কুকপ্যাড চ্যালেঞ্জের এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পোলাও শব্দ টি বেছে নিলাম। খুব সহজেই অল্প সময়ের মধ্যেই এই দারুন স্বাদের খাবার টি তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 জন
  1. 1 কাপবাসমতি চাল
  2. 250 গ্রামবোনলেস চিকেন কিউব
  3. 1/4 কাপপেঁয়াজ কুচি
  4. 1/2 কাপভাজা পেঁয়াজ
  5. 3টেবিল চামচ টকদই
  6. 1 চা চামচআদা রসুন বাটা
  7. স্বাদমতোলবণ
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  10. 2 টিকাঁচা লঙ্কা
  11. 1টেবিল চামচ ঘি
  12. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  13. 1 চা চামচধনে গুঁড়ো
  14. পরিমাণ মতোসাদা তেল
  15. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  16. ফোড়ন এর জন্য
  17. 2 টিতেজপাতা
  18. 3-4 টিছোট এলাচ
  19. 3 টিলবঙ্গ
  20. 1/2" দারুচিনি
  21. 1/2 চা চামচগোলমরিচ

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    চাল 30 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    চিকেন কিউব গুলো টকদই, আদা রসুন বাটা, জিরে ও ধনে গুঁড়ো মিশিয়ে মিনিট 15 ম্যারিনেট করে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল ও ঘি মিশিয়ে গরম করে ফোড়নের উপকরণ দিয়ে ভাজতে হবে। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  4. 4

    পেঁয়াজ নরম হয়ে এলে, ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে কষাতে হবে। এরমধ্যে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    চিকেন থেকে তেল ছেড়ে এলে, জল ঝড়ানো চাল দিয়ে 2/3 মিনিট নাড়াচাড়া করে, চালের দ্বিগুণ জল ও লবণ দিয়ে মাঝারি আঁচে 10 মিনিট ঢেকে রান্না করতে হবে।

  6. 6

    10 মিনিট পর ভাজা পেঁয়াজ ও ঘি মিশিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে দারুন স্বাদের চিকেন পোলাও।

  7. 7

    গরম গরম চিকেন পোলাও শুধু বা রায়তার সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes