গুজিয়া (Gujiya recipe in Bengali)

Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর

গুজিয়া (Gujiya recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
১০
  1. ৬ কাপ ময়দা
  2. টা৫টাছোটো এলাচ
  3. ৬টেবিল চামচ ঘি
  4. ২০০ গ্রাম সুজি
  5. ১/২ কাপ কনডেন্সড মিল্ক
  6. ৫ কাপ চিনি
  7. ২০০গ্রামখোয়া ক্ষীর
  8. প্রয়োজন মতসাদা তেল ভাজবার জন্য
  9. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    ময়দা তে তিন চামচ ঘি দিয়ে ঘষে ঘষে মাখতে হবে। যাতে মুঠো করলে ময়দা মুঠোর আকার নেয়। অবার চপ ফাইল ঝুরো হয়ে ভেঙে যায়

  2. 2

    অল্প অল্প জল দিয়ে মাখা হবে। শক্ত মকাহা হবে। ঢেকে রাখতে হবে ৩০ মিনিট।

  3. 3

    এবার কড়াইতে বাকি ঘি দিয়ে দুটো এলাচ দিয়ে সুজিন্ডিতে হবে। হালকা লাল করে ভেজে তাতে খোয়া ক্ষীর ১/২ কাপ জল ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার পর প্রয়োজন মত চিনি দিতে হবে। আমি ১.৫ কাপ দিয়েছি। তার পর শুকনো হলে নামিয়ে নিয়ে ঠান্ডা করেছি।

  4. 4

    এবার ময়দা থেকে লেচি কেটে গোল করে বেলে তাতে পুর করে গুঁজিয়া আকার দিতে হবে।

  5. 5

    কড়াই গরম করে তাতে তেল দিয়ে ঠান্ডা তেলে হালকা আঁচে অনেক ক্ষন সময় নিয়ে ভাজতে হবে।

  6. 6

    একটি পাত্রে বাকি চিনি ও পরিমাণ মত জল দিয়ে ১ তারের রস করতে হবে।

  7. 7

    ভাজা হলে গরম গুযিয়া রসে দিয়ে ২ মিনিট রেখে তুলে নিয়ে হবে।

  8. 8

    গরম গরম খাস্তা গুজিয রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর
সুস্থ থাকুক সব মায়ের সন্তান
আরও পড়ুন

Similar Recipes