ঠেকুয়া (Thekua recipe in Bengali)

Auli Kar Raha (অলি কর রাহা)
Auli Kar Raha (অলি কর রাহা) @AuliRaha
সালকিয়া, হাওড়া

#DRC2 জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠীর বিকেলে সূর্যাস্ত ও মহাসপ্তমীর ভোরে সূর্যোদয়ের সময় মাগঙ্গাকে পুজোর মাধ্যমে পালিত হয় ছটপুজা। এই পুজোয় ঠেকুয়া এক অবশ্যাম্ভবী পদ। আট থেকে আশি সবাই পছন্দ করে ঠেকুয়া।

ঠেকুয়া (Thekua recipe in Bengali)

#DRC2 জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠীর বিকেলে সূর্যাস্ত ও মহাসপ্তমীর ভোরে সূর্যোদয়ের সময় মাগঙ্গাকে পুজোর মাধ্যমে পালিত হয় ছটপুজা। এই পুজোয় ঠেকুয়া এক অবশ্যাম্ভবী পদ। আট থেকে আশি সবাই পছন্দ করে ঠেকুয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২৫ পিস
  1. ৩.৫কাপআটা
  2. ৩.৫ চা চামচসুজি
  3. ১ টা গোটা শুকনো নারকেল কুচি
  4. ১কাপচিনি গুঁড়ো
  5. ৩চা চামচঘি
  6. ১চা চামচসাদা তিল
  7. ১ চা চামচ মৌড়ি
  8. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    আটা, সুজি, তিল, মৌড়ি, নারকেল, চিনি ভাল করে মিশিয়ে নেব।

  2. 2

    এর মধ্যে ঘি ময়াম দিয়ে টাইট করে মেখে নেব।

  3. 3

    ১৫ মিনিট ঢেকে রাখব।

  4. 4

    ছোট ছোট লেচি করে ইচ্ছেমতো শেপ দিয়ে কেটে নেব।

  5. 5

    সাদা তেলে হালকা থেকে মাঝারি আঁচে ভেজে তুলে নেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Auli Kar Raha (অলি কর রাহা)
সালকিয়া, হাওড়া

মন্তব্যগুলি

Similar Recipes