স্পাইরাল সসেজ পকোড়া (spiral sausage pakoda recipe in bengali)

Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

#স্ন্যাক্স
#baburchihut
সন্ধ্যাবেলা চা এর সঙ্গে মুখরোচক স্ন্যাক্স আইটেম হলে সবার ভালো লাগে । খুব মুখরোচক একটা স্ন্যাক আইটেম এই স্পাইরাল সসেজ । একবার ট্রাই করে দেখতে পারো ।

স্পাইরাল সসেজ পকোড়া (spiral sausage pakoda recipe in bengali)

#স্ন্যাক্স
#baburchihut
সন্ধ্যাবেলা চা এর সঙ্গে মুখরোচক স্ন্যাক্স আইটেম হলে সবার ভালো লাগে । খুব মুখরোচক একটা স্ন্যাক আইটেম এই স্পাইরাল সসেজ । একবার ট্রাই করে দেখতে পারো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৬ জন
  1. ৬ টি চিকেন সসেজ
  2. ডো এর জন্য
  3. ১ কাপ ময়দা
  4. ৩/৪ চা চামচ অ্যাকটিভ ড্রাই ইস্ট
  5. ১ চা চামচচিনি
  6. ১/২ চা চামচ নুন
  7. ১ টেবিল চামচ সাদা তেল
  8. ৬ টি স্যতে স্টিক
  9. ১ কাপ সাদা তেল ভাজার জন্য
  10. ১/৪ কাপ উষ্ণ গরম জল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    সসেজগুলোর মধ্যে ১ টা করে স্যতে স্টিক মাঝ বরাবর ঢুকিয়ে একটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ছুরিটা কিছুতেই স্টিক টা কেটে না ফেলে, সাবধানে কাজটা করতে হবে । এবার হালকা হাতে কাটা অংশ ধরে সরিয়ে ফাঁকা করে নিতে হবে ।

  2. 2

    ডো বানানোর জন্য উষ্ণ গরম জলে ইস্ট এবং চিনি মিশিয়ে নেড়ে দিয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে ইস্ট অ্যাক্টিভেট করার জন্য, একটা বাটিতে ময়দা ও নুন নিয়ে ভাল করে মিশিয়ে ইস্ট ভেজানো জল দিয়ে ময়দা মেখে একটা আঁঠালো ডো তৈরি করে নিতে হবে । ঢাকা দিয়ে ২ ঘন্টা অপেক্ষা করতে হবে ডো প্রুফ হওয়ার জন্য ।

  3. 3

    এবার ডো থেকে ছোট ছোট টুকরো নিয়ে হাত দিয়ে সরু লম্বা করে গড়ে নিতে হবে

  4. 4

    এবার এক একটা সসেজ নিয়ে ফাঁকা জায়গায় সরু করে তৈরি করা ডো পেঁচিয়ে দিতে হবে যেমন ছবিতে দেখানো হয়েছে

  5. 5

    ভাজার জন্য তেল গরম করে স্পাইরাল সসেজ পকোড়া ভেজে তুলে নিতে হবে । পছন্দ মত সসের সঙ্গে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

Similar Recipes