কড়াইশুঁটির কচুরি (Karaisutir kachori recipe in bengali)

Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

#GB3 কড়াই শুঁটির কচুরি আমার পতিদেবের খুব পছন্দের খাবার। শীতকাল এলেই এটা অবশ্যই হয়।

কড়াইশুঁটির কচুরি (Karaisutir kachori recipe in bengali)

#GB3 কড়াই শুঁটির কচুরি আমার পতিদেবের খুব পছন্দের খাবার। শীতকাল এলেই এটা অবশ্যই হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৭ জন
  1. ৫০০ গ্রামমটরশুঁটি
  2. ৫০০ গ্রামময়দা
  3. ২৫০ এম এলসাদা তেল
  4. ১চা চামচলবণ
  5. ১চা চামচ চিনি
  6. ১চা চামচকাঁচা লঙ্কা বাটা
  7. ১চা চামচআদা বাটা
  8. প্রয়োজন অনুযায়ীজিরে,ধনে,তেজপাতা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা মশলা ৩চামচ
  9. ১চা চামচজোয়ান

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে ময়দা লবণ,সাদা তেল,চিনি,জোয়ান দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে।ডো টা যেন বেশি শক্ত বা বেশি নরম না হয়।

  2. 2

    এরপর কড়াইশুঁটি ভালো করে ধুয়ে মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে রেখে দিতে হবে।

  3. 3

    এইবার পুর বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে গরম হলে তাতে একে একে আদা বাট,লঙ্কা বাটা দিয়ে নাড়তে হবে।ভালো করে ভাজা হলে কড়াইশুঁটির পেস্টটি ঢেলে লবণ দিয়ে ভালো করে মেশাতে হবে।এরপর ভাজামশলা আর গরমমশলা দিয়ে নাড়তে হবে।অল্প চিনি ও দেওয়া যায়।।গ্যাস মাঝারি আঁচে রেখে মিশ্রণটি নাড়তে হবে।জল পুরোপুরি টেনে এলে একটি বড় থালায় ঢেলে ঠাণ্ডা করতে হবে।

  4. 4

    ঠান্ডা হয়ে যাওয়ার পর মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে তাতে পরিমাণ মতো পুর ভরে তাকে হাতের চাপে গোল করে বেলতে হবে। লুচির মতো আকার দিয়ে একটি কড়াইয়ে বেশি পরিমাণ তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তাতে একটা একটা করে কচুরি ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

Similar Recipes