ওলকপির দম (Olkopir dum recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#VS1
একে ওলকপি বা শালগম বলে।নিরামিষ তরকারি ইসেবে এর তুলনা নেই ।

ওলকপির দম (Olkopir dum recipe In Bengali)

#VS1
একে ওলকপি বা শালগম বলে।নিরামিষ তরকারি ইসেবে এর তুলনা নেই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৫জন
  1. ১টি মাঝারি ওলকপি বা শালগম
  2. ২টো আলু
  3. ১টি টমেটো গ্ৰেট করে নেওয়া
  4. ১/৪কাপ কড়াইশুটি
  5. ১চা চামচ জিরে গুঁড়ো
  6. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  7. ১চা চামচ আদা বাটা
  8. ১চা চামচ লঙ্কা বাটা
  9. ১চা চামচ গরম মসলা গুঁড়ো
  10. ১ টেবিল চামচ ঘি
  11. স্বাদ মতনুন ও চিনি
  12. ৩চা চামচ সর্ষের তেল
  13. ১/২ চা চামচ ফোঁড়নের জন্য পাঁচফোড়ন
  14. ১ টাতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে ওলকপি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, আলুও খোসা ছাড়িয়ে ঐ একই ভাবে কেটে নিয়েছি।

  2. 2

    এবার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি ।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে পাচঁফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়ে কড়াইশুটি ও অল্প নুন দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে ভাজতে হবে, ভাজা হলে টমেটো বাটা আদা ও লঙ্কা বাটা, হলুদ গুড়ো দিয়ে কষাতে হবে।

  4. 4

    মশলা কষানো হলে সেদ্ধ ওলকপি,নুনও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ও ঢাকা দিয়ে রান্না করতে হবে।ঝোল গাঢ় ও ওলকপি মশলায় মিশে গেলে গরমমশলা গুড়ো ও ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।গরমভাত,রুটি বা লুচির সঙ্গে দারুন লাগে।ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes