গোটা সেদ্ধ (gota seddho recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#FFW
#Week1
সরস্বতী পুজো উপলক্ষে রান্না করা এই বিশেষ পদটি আশা করি প্রায় সকলেরই ভীষণ পছন্দের।

গোটা সেদ্ধ (gota seddho recipe in Bengali)

#FFW
#Week1
সরস্বতী পুজো উপলক্ষে রান্না করা এই বিশেষ পদটি আশা করি প্রায় সকলেরই ভীষণ পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৬ জন
  1. ৫০০ গ্রাম আলু
  2. ২৫০ গ্রাম রাঙ্গা আলু
  3. ২৫০ গ্রাম শিম
  4. ২৫০ গ্রাম বেগুন
  5. ২৫০ গ্রাম মটরশুঁটি
  6. ৪০০ গ্রাম পালং ডাঁটা
  7. ২৫০ গ্রাম পাঁচ কড়াই
  8. ১ চা চামচ পাঁচ ফোড়ন
  9. ৩-৪ টি তেজপাতা
  10. ৪-৫ টি শুকনো লঙ্কা
  11. ১ টেবিল চামচ আদা কাঁচালঙ্কা বাটা
  12. ১ টেবিল চামচ গোটা জিরে
  13. ১ টেবিল চামচ গোটা মৌরি
  14. ৪-৫ টি এলাচ
  15. ১ ইঞ্চি দারুচিনি
  16. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  17. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  18. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  19. ১ টেবিল চামচ চিনি
  20. ৫০ এমএল সর্ষের তেল
  21. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    পাঁচ করাই ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রেখে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সিদ্ধ করে রাখুন।এটা করে রাখলে রান্নার সময় একটু কম লাগে।

  2. 2

    সব সবজি পরিষ্কার করে ধুয়ে নিন।এমনিতে এই রান্নায় গোটা সবজি ব্যবহার করাই নিয়ম তবে চাইলে কিছু সবজি কেটে নেওয়া যেতে পারে রান্নার সুবিধার্থে।

  3. 3

    জিরে, মৌরি, ২-৩ টি শুকনো লঙ্কা,এলাচ, দারুচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা,২ টি শুকনো লঙ্কা,পাঁচ ফোড়ন দিয়ে একে একে আলু, রাঙ্গালু দিয়ে ২-৩ মিনিট ভেজে তারপর পালং ডাঁটা,শিম, মটরশুঁটি, বেগুন দিয়ে ভাজুন।

  4. 4

    পাঁচ করাই সিদ্ধ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিন।তারপর আদা কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাজা ভাজা হলে আগে বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো ২ টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মত জল ঢেলে দিন।

  5. 5

    ঢাকনা চাপা দিয়ে রান্না করুন যতক্ষণ না সমস্ত কিছু ভালোমত সিদ্ধ হয়ে আসে।সবশেষে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন।নামানোর পর বাকি ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes