মোতি পোলাও (moti pulao recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#VS3
সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পোলাও রেসিপি যা আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে।

মোতি পোলাও (moti pulao recipe in Bengali)

#VS3
সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পোলাও রেসিপি যা আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ২৫০ গ্রাম বাসমতী চাল
  2. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  3. ৪-৫ টি কাঁচা লঙ্কা
  4. ২ টি এলাচ
  5. ২ টি লবঙ্গ
  6. ১ টুকরো দারুচিনি
  7. ২ টি তেজপাতা
  8. ২ টেবিল চামচ ঘি
  9. ২ টেবিল চামচ সাদা তেল
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. ২ টেবিল চামচ চিনি
  12. প্রয়োজন অনুযায়ী বেরেস্তা
  13. ২০০ গ্রাম চিকেন কিমা
  14. ১/২ টেবিল চামচ আদা রসুন কুচি
  15. ১/২ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
  16. ১ টি পেঁয়াজ কুচি
  17. ১/২ টেবিল চামচ পাতিলেবুর রস
  18. স্বাদ অনুযায়ীলবণ
  19. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  20. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  21. ২ টেবিল চামচ বেসন
  22. পরিমাণ মত তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    চিকেন কিমা, পেঁয়াজ কুচি,আদা রসুন কুচি,কাঁচা লঙ্কা কুচি,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লবণ,পাতিলেবুর রস,বেসন সবকিছু ভালো করে মিশিয়ে নিন।মেশানোর সময় ২টেবিল চামচ তেলও দিয়ে দিন।

  2. 2

    এবার ওই মিশ্রণ থেকে ছোটো ছোটো বল বানিয়ে বল গুলো লালচে করে ভেজে তুলে নিন।

  3. 3

    কড়াইতে তেল আর ঘি গরম করে তেজপাতা,গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা হলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতী চাল দিন।২-৩ মিনিট ভেজে ৫০০মি.লি. জল ঢেলে দিন।স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।

  4. 4

    চাল ৮০% সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে চিনি,চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিকেন বল গুলো দিয়ে হাল্কা হাতে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখুন যতক্ষণ না চাল সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে।

  5. 5

    পরিবেশন করার আগে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিন।আমিষ বা নিরামিষ যেকোনো সাইড ডিশের সঙ্গেই এটি অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes