কাঁচকলার মোতি পোলাও(kachkolar moti polaurecipe in Bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#নববর্ষের রেসিপি
#রাঁধুনি

অনেক রকম পোলাও আমরা খেয়ে থাকি।
নববর্ষের দিন এইরকম পোলাও আমরা অবশ্যই বানাতে পারি। আশা রাখছি ভাল লাগবে।

কাঁচকলার মোতি পোলাও(kachkolar moti polaurecipe in Bengali)

#নববর্ষের রেসিপি
#রাঁধুনি

অনেক রকম পোলাও আমরা খেয়ে থাকি।
নববর্ষের দিন এইরকম পোলাও আমরা অবশ্যই বানাতে পারি। আশা রাখছি ভাল লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ বাসমতী চাল
  2. ১/২ কাঁচাকলা
  3. প্রয়োজনমত চালের গুঁড়ো/বেসন
  4. ১ টি কচি কাঁচা আম (গ্রেট করা)
  5. ১ চা চামচ লংকা গুঁড়ো
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১ চা চামচ শাহী জিরে গুঁড়ো
  10. ১ চা চামচজায়ফল, জয়িত্রী গুঁড়ো
  11. ১ চিমটি কালোজিরে
  12. পরিমাণ মতোগোটা গরম মশলা (২টি লবঙ্গ,১টি দারচিনি, ২ এলাচ)
  13. ১/২ তেজপাতা
  14. স্বাদমত নুন ও চিনি
  15. ২ টেবিল চামচ ঘি
  16. প্রয়োজন মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে জল গরম করে গোটা গরম মশলা, সামান্য সাদা তেল দিয়ে বাসমতী চাল সেদ্ধ করে নিন । ভাত করে নিন।

  2. 2

    আম খোসা ছাড়িয়ে ধুয়ে, গ্রেটারে গ্রেট করে নিন।

  3. 3

    এবার কাঁচকলার খোসা ছাড়িয়ে, টুকরো করে কেটে সেদ্ধ করে নিন।

  4. 4

    এবার সেদ্ধ কলার সাথে চালের গুড়ো, লংকা গুড়ো, হলুদ গুড়ো, জিরে গুড়ো, গরম মশলা গুড়ো,কালোজিরে, স্বাদমত নুন ও চিনি দিয়ে ভালভাবে মেখে নিন।

  5. 5

    এবার ছোট ছোট বল বানিয়ে নিন। এবার তেল গরম করে বল গুলো ভেজে নিন।

  6. 6

    এবার কড়াইতে ১ চামচ তেলে, ১ টেবিল চামচ ঘি মিশিয়ে তেজপাতা, আর সেদ্ধ করা ভাত দিন, তারপর গ্রেট করা আমটা দিন।

  7. 7

    ভালভাবে নেড়েচেড়ে স্বাদমত নুন ও চিনি, শাহি-জিরে গুড়ো,জায়ফল, জয়িত্রী গুড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে ভেজে রাখা কাঁচকলার মোতি গুলো দিয়ে ঢাকা দিন।

  8. 8

    ঢাকনা খুলে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

  9. 9

    কলাপাতায় সাজিয়ে পরিবেশন করুন কাঁচকলার মোতি পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

মন্তব্যগুলি (15)

Annie Sircar
Annie Sircar @cook_20784348
পরিবেশন দেখেই খেতে ইচ্ছে করছে

Similar Recipes