শাহী মটন পোলাও (shahi mutton pulao recipe in Bengali)

শেফ মনু।
শেফ মনু। @chefmoonu
কলকাতা।

মটন পোলাও এমন একটি খাবার যা কমবেশী সবার মধ্যে জনপ্রিয়। চলুন আজ এই শাহি মটন পোলাও বানিয়ে উপভোগ করি।

শাহী মটন পোলাও (shahi mutton pulao recipe in Bengali)

মটন পোলাও এমন একটি খাবার যা কমবেশী সবার মধ্যে জনপ্রিয়। চলুন আজ এই শাহি মটন পোলাও বানিয়ে উপভোগ করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২ জন
  1. ৬০০ গ্রাম খাসির মাংস
  2. ৫০০ গ্রাম বাসমতী চাল
  3. ২ টেবিল চামচ আদা বাটা
  4. ২ টেবিল চামচ রসুন বাটা
  5. ২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  6. ১ কাপ তেল
  7. ১ কাপ ঘি
  8. ২ কাপ পেঁয়াজ জুলিয়ান করে কাটা
  9. ৮-৯ টি বাটা কাঁচা লঙ্কা
  10. ২ টেবিল চামচ লেবুর রস
  11. ৫-৬ টুকরা ভাজা আমন্ড বাদাম

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। মাংস টুকরা নিন। হাড়িতে তেল ও ঘি গরম করুন। পেঁয়াজ হালকা করে ভেজে তাতে সব উপকরণগুলো দিন। মশলা কষাতে থাকুন।

  2. 2

    স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য জল দিয়ে মশলা কষানো হলে তাতে মাংসগুলো দিন। মাংস কষাতে থাকুন। কষানো হলে এতে পরিমাণমতো জল দিয়ে ঢেকে রান্না করুন।

  3. 3

    মাংস সিদ্ধ হয়ে এলে এতে গরমশলা গুঁড়া ও লেবুর রস দিয়ে কষা কষা করে নামিয়ে ফেলুন।

  4. 4

    হাড়ি থেকে রান্না করা মাংসগুলো তুলে ওই মশলায় বাসমতি চাল নাড়ুন। ভাজা হলে তাতে পরিমাণমতো গরম জল ও কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করুন।

  5. 5

    পোলাওয়ের জল টেনে এলে জ্বাল কমিয়ে দমে রাখুন।পোলাও রান্না হয়ে এলে তাতে গোলাব জল ছিটিয়ে রান্না করা মাটন দিয়ে এপিঠ-ওপিঠ করে মাখিয়ে আবার একটু দমে রাখুন এবং

  6. 6

    ভাজা পেঁয়াজ ও আলমন্ড ভাজা উপরে দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
শেফ মনু।
কলকাতা।
Facebook: @chefmoonu, Instagram: @chef_moonu, YouTube: @chefmoonuskitchen- স্বাস্থ্যকর খাবার সহজ উপায়ে রান্না করাই ভালো। নিজের স্বাদ ও আত্মবিশ্বাসের সঙ্গে রান্না করুন।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes