হেমকণা পায়েস (hemkona payesh recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

#TR

হেমকণা পায়েস (hemkona payesh recipe in Bengali)

#TR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৪ জন
  1. ১লিটার দুধ
  2. ৮ টা ২ ঘন্টা জলে ভেজানো খোসা ছাড়িয়ে নেওয়া আমন্ডস্
  3. ৮ টা ২ ঘন্টা জলে ভেজানো কাজু
  4. ১ছোট বাটি খোয়া
  5. ১ চা চামচ গুঁড়ো চিনি
  6. ৩ চা চামচ আতপ চালের গুঁড়ো
  7. ৪-৫ টা কেশরের সুতো
  8. ১/২ চা চামচ ঘি
  9. স্বাদ মতমিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    প্রথমে কাজু আর আমন্ড বেটে নিতে হবে।

  2. 2

    ঐ বাদাম বাটার সাথে গুঁড়ো চিনি,খোয়া,আতপ চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে হাতে একটু ঘি লাগিয়ে বল তৈরি করে নিতে হবে।

  3. 3

    দুধ স্বাদ মতো চিনি দিয়ে জ্বাল দিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে।

  4. 4

    দুধ জ্বালের সময় কেশর ও এলাচ দিতে হবে।

  5. 5

    দুধ ঘন হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা ঐ বল দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি ঠাকুর বাড়ির হেমকনা পায়েস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes