সাবুও চালের পায়েস (Sabu 0 Chaler Payesh recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076


আজ আমি দুধ এলাচ চিনি একত্রে একটি পায়েসের রেসিপি তৈরী করেছি ৷ এতে একটু অভিনবত্ব আনতে পায়েসে চালের সাথে সাবুভেজা ব্যবহার করেছি ৷ যা স্বাস্থ্যের পক্ষে ও ভালো ৷ পেট ও মন দুটোই ভরে ৷

সাবুও চালের পায়েস (Sabu 0 Chaler Payesh recipe in Bengali)


আজ আমি দুধ এলাচ চিনি একত্রে একটি পায়েসের রেসিপি তৈরী করেছি ৷ এতে একটু অভিনবত্ব আনতে পায়েসে চালের সাথে সাবুভেজা ব্যবহার করেছি ৷ যা স্বাস্থ্যের পক্ষে ও ভালো ৷ পেট ও মন দুটোই ভরে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪-৫ জন
  1. ১ মুঠো কামিনী আতপ চাল
  2. ১/২ কাপ ভেজানো সাবু
  3. ১/২ কাপ গুড়ের বাতাসা /খেজুর পাটালী
  4. ১ কেজি দুধ
  5. ৪-৫টি ছোট এলাচ গুঁড়ো
  6. ২ চা চামচ চিনি
  7. ২ চা চামচ ঘি
  8. ২ চা চামচ কাজু
  9. ২ চা চামচ কিসমিস
  10. ২ চা চামচ আমন্ড কুচি
  11. ২ চা চামচ আখরোট কুচি
  12. ২টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে নিতে হবে |

  2. 2

    সাবুদানা ২-৩বার জল দিয়ে ভাল মত ধুয়ে ১দিন আগে ভিজিয়ে রাখতে হবে | তারপর জল ঝরিয়ে রাখতে হবে |

  3. 3

    চাল বেছে মুছে সামান্য ঘি মাখিয়ে রাখতে হবে |আমন্ড, আখরোট, কাজুকুচি করে ১ চা চামচ ঘিতে ভেজে তুলে রাখতে হবে |

  4. 4

    এবার প্যানে আরো একটু ঘি দিয়ে এলাচ গুড়া, তেজপাতা দিয়ে চাল নেড়ে গরম দুধ ঢেলে দিতে হবে |

  5. 5

    বড় হাতা দিয়ে মাঝে মাঝে চাল নেড়ে দিতে হবে | চাল অর্ধেক সেদ্ধ হয়ে এলে ভেজা সাবু দিতে হবে | খুব ঘন ঘন নাড়তে হবে,ন চেৎ নীচে লেগে যাবে |

  6. 6

    চাল ও সাবু ভালমত সেদ্ধ হয়ে এলে বাতাসা /পাটালী গুড় ও চিনি দিয়ে নেড়ে দিতে হবে ।এবার কাজু,কিসমিস,আখরোট,আমন্ড কুচি ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে | ইচ্ছে হলে আরো একটু উপর দিয়ে কাজু আমন্ড ছড়ানো যেতে পারে | তৈরী হয়ে গেল সুস্বাদু চাল ও সাবুর পায়েস |

  7. 7

    এই পায়েস খেতে অসাধারণ | আমি এটি নববর্ষের জলখাবারে লুচি, ছোলার ডাল ও মিষ্টির সাথে পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes