কেইরি চিকেন (kairi chicken recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

#mm
কাঁচা আম কে কেইরি বলা হয় ।তাই এই রেসিপি টার নাম কৈরী চিকেন রেখেছি।

কেইরি চিকেন (kairi chicken recipe in Bengali)

#mm
কাঁচা আম কে কেইরি বলা হয় ।তাই এই রেসিপি টার নাম কৈরী চিকেন রেখেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কেজিচিকেন
  2. ৩০০ গ্রামকাঁচা আম
  3. ৩০০ গ্রামপেঁয়াজ
  4. ২০০ গ্রামরসুন
  5. ১০০ গ্রামআদা g
  6. পরিমাণ মতসর্ষের তেল
  7. ৪টেবিল চামচশুঁকনো লঙ্কা গুঁড়ো
  8. ১/২চা চামচহিং
  9. ৪-৫টালবঙ্গ
  10. ১+১টেবিল চামচ গোটা ধনে,জিরা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কাঁচা আম টা কে পেস্ট বানিয়ে নিতে হবে।

  2. 2

    গোটা আদা রসুন,ধনে,জিরা অল্প তেলে হালকা করে ভেজে নিতে হবে।যাতে কাঁচা গন্ধ চলে যায়।

  3. 3

    এবার ভাজা মসলা টা ঠান্ডা করে পিষে নিন।

  4. 4

    করাই তে তেল দিয়ে (একটু বেশি তেল দিলে ভালো হয়) গরম করে হিং আর লবঙ্গো ফড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে।

  5. 5

    এবার চিকেন টা দিয়ে নুন,হলুদ,সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে।

  6. 6

    এবার বাটা মশলা দিয়ে,ঢাকা দিয়ে,কম আঁচে রান্না করতে হবে।

  7. 7

    চিকেন টা সেদ্ধ হয়ে গেলে আম বাটা টা দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে।

  8. 8

    তেল ওপরে ভেসে আসলে, আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে।১০ -১৫ মিনিট রেখে পরিবেশন করুন কৈরী চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

মন্তব্যগুলি

Similar Recipes