বিটরুট স্টাফ ব্রেড পকোড়া(Beetroot stuffed bread pakoda recipe in bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#sr

বিটরুট স্টাফ ব্রেড পকোড়া(Beetroot stuffed bread pakoda recipe in bengali)

#sr

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টি বিট গ্রেট করে নেওয়া
  2. ১ টি গাজর গ্রেট করে নেওয়া
  3. ২ চা চামচ আদা বাটা
  4. ১ চিমটি পাঁচফোড়ন
  5. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  6. ২ টি আলু সিদ্ধ
  7. ১/২ কাপ ধনেপাতা কুচি
  8. ২ চা চামচ মচ ভাজা মসলা (মৌরি, ধনে, জিরে, তেজপাতা,শুকনো লঙ্কা)
  9. পরিমাণ মত চীনেবাদাম
  10. স্বাদ মতলবণ ,চিনি
  11. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল
  12. ১/২ কাপ ময়দা/কর্নফ্লাওয়ার
  13. প্রয়োজন অনুযায়ীবিস্কুটের গুঁড়ো
  14. ৬ স্লাইসপিস পাউরুটি
  15. ১/২ কাপ নারকেল কুচি
  16. ১/২ চা চামচ আমচুর পাউডার
  17. ২ টি লঙ্কা কুচি
  18. ১/২ কাপ নারকেল কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে তেল গরম করে তারমধ্যে চিনেবাদাম নারকেল কুচি ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    ওই তেলেই পাঁচফোড়ন সমবার দিয়ে গাজর বিট গুলোকে খানিকক্ষণ ভেজে পরিমান মত লবণ দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে।

  3. 3

    গাজর বিট গুলো এবার নরম হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করা আলু, নারকেল কুচি,বাদাম, ভাজা মসলা, গরম মসলা,আমচুর পাউডার, থেঁতো করে রাখা আদা, ধনেপাতা কুচি ও সামান্য মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে। এবং ঠাণ্ডা করতে হবে।

  4. 4

    এবার একটি পাউরুটি নিয়ে সেটি ত্রিকোণ করে কেটে তার উপর পুর দিয়ে আরেকটি পাউরুটি চেপে দিতে হবে।

  5. 5

    এবার পুড় ভরা এই পাউরুটির স্যান্ডউইচ টাকে ময়দা বা কনফ্লাওয়ার এর গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে চেপে নিতে হবে।

  6. 6

    এবার সাদা তেলে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিটরুট স্টাফট ব্রেড পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

মন্তব্যগুলি

Similar Recipes